ভারতের কোন কোন কোম্পানিতে আছে চীনের টাকা, খোঁজ নিতে পারে সরকার

মঙ্গলবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, সরকারকে ভারতীয় কোম্পানিগুলির উপরে একটি কড়া নজরদারি চালানোর অনুরোধ করেছে। এর মূল কারণ হলো চীনের বিনিয়োগকারীদের এই দেশের স্টার্টআপগুলিতে…

মঙ্গলবার কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স, সরকারকে ভারতীয় কোম্পানিগুলির উপরে একটি কড়া নজরদারি চালানোর অনুরোধ করেছে। এর মূল কারণ হলো চীনের বিনিয়োগকারীদের এই দেশের স্টার্টআপগুলিতে নিবেশ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা।

বর্তমানে চিন বিরোধী আন্দোলনের কারণে ভারতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় যদি ভারতীয় কোম্পানিগুলিতে চীনের লগ্নির পরিমাণ বেড়ে যায় তাহলে সেটা ভারতীয় অর্থনীতি তথা ভারতের সাইবার সিকিউরিটির উপরে প্রভাব ফেলবে। এই কারণে ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামান কে লেখা চিঠিতে ভারতের শিল্পমহল জানিয়েছে, যাতে ভারতের স্টার্টআপ ব্যাবসা গুলির উপরে কড়া নজরদারি করা হয়। এর মাধ্যমে বোঝা সম্ভব হবে যে কোন স্টার্টআপ ব্যবসায় চিনা লগ্নির পরিমাণ বেশি। এবং জানা যাবে যে সেই স্টার্টআপ থেকে সংগ্রহ করা তথ্য চীনের কোনো কোম্পানির কাছে পাচার করা হচ্ছে কিনা। ফলে দেশের সুরক্ষা বজায় থাকবে।

শুধু চিঠি নয়, এই সংস্থাটি অর্থমন্ত্রীর কাছে একটি স্টার্টআপ কোম্পানির তালিকাও পাঠিয়েছে যেগুলিতে চীনের বিনিয়োগকারীদের অংশ রয়েছে। এই স্টার্টআপের তালিকায় আছে ফ্লিপকার্ট, পেটিএম মল, পেটিএম, সুইগী, ওলা, ওয়ো, জোমাটো, পলিসিবাজার, বিগবাস্কেট, ডেলিভারি, মেক মাই ট্রিপ, ড্রিম ইলেভেন, হাইক, স্নাপডিল, উড়ান, লেনস্কার্ট, বাইজু ক্লাসেস, এবং সাইট্রাস টেক।

 দেখা গেছে এর মধ্যে বেশিরভাগ অ্যাপে দুই বড় চীনা কোম্পানি বিনিয়োগ করেছে। এই দুই কোম্পানি হল Tencent ও Alibaba। এদিকে Paytm, Ola, Zomato ও Make My Trip এর মত কোম্পানিগুলি এখনও এবিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *