সিম কিনতে গিয়ে এই ভুল করেননি তো? ৮৫ লাখ মোবাইল কানেকশন বাতিল করল সরকার
সিম কেনার সময় ভুয়ো ডকুমেন্ট জমা করলেই বিপদে পড়বেন। সাইবার হানা রুখতে কড়াকড়ি সরকার। এদিন ৮৫ লাখ মোবাইল কানেকশন বাতিল করে দিল টেলিকম দফতর।
জালিয়াতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা আগেই জানিয়েছিল টেলিকম দফতর। সেই মতো এদিন ৮৫ লাখের বেশি মোবাইল কানেকশন বাতিল করে দেওয়া হল। এর মধ্যে ৭৮.৩৩ লাখ কানেকশন বিচ্ছিন্ন করা হয়েছে ভুয়ো ডকুমেন্ট ব্যবহার করার জন্য। আর বাকি ৬.৭৯ লাখ কানেকশন যুক্ত ছিল সাইবার অপরাধের সঙ্গে। এআই ভিত্তিক টুলের উপর ভিত্তি করে বিশ্লেষণ করে এই তথ্য জানিয়েছে টেলিকম দফতরে।
Know Your Customer বা KYC কাঠামোকে আরও শক্তিশালী করা উদ্দেশ্যে সরকারের
টেলিকম সংস্থাগুলির জন্য নতুন নির্দেশিকা চালু করেছে টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। যারা টেলিকম অপারেটরগুলি অধিনে সিম কার্ড ইস্যু করে, যেমন ফ্র্যাঞ্চাইজি, ডিস্ট্রিবিউটর এবং এজেন্ট, সকলের পয়েন্ট অফ সেলের (PoS) নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে। লক্ষ্য, গ্রাহক তালিকাভুক্তি আরও নিরাপদ এবং স্বচ্ছ রয়েছে কিনা তা নিশ্চিত করা।
নতুন নির্দেশিকা অনুযায়ী, টেলিকম সংস্থাগুলিকে প্রতিটি PoS-এর যাচাইকরণ করতে হবে। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক ভেরিফিকেশন, PoS-এর ব্যবসার স্থান এবং স্থানীয় আবাসনের ঠিকানা যাচাইকরণ। সেইসাথে জম্মু ও কাশ্মীর, আসাম এবং উত্তর পূর্ব লাইসেন্স পরিষেবা অঞ্চলে (LSAs) পুলিশ যাচাইকরণ। পাশাপাশি, PoS-কে এবার থেকে আন্তঃ-পরিষেবা চুক্তিতে স্বাক্ষর করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে শাস্তি হতে পারে তাদের।
নতুন নিয়মে আরও বলা হয়েছে, যদি কোনও PoS প্রতারণামূলক ক্রিয়াকলাপের সঙ্গে জড়িত থাকে বা মিথ্যা তথ্য প্রদান করে, তাহলে সমস্ত টেলিকম পরিষেবা প্রদানকারীর পক্ষ সেটি ব্ল্যাকলিস্টেড করা হবে। এক্ষেত্রে, ব্ল্যাকলিস্টেড হওয়া PoS দ্বারা নথিভুক্ত সমস্ত মোবাইল গ্রাহকদের পুনরায় যাচাইযকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। উপরন্তু, যদি কোনও PoS, ৩১ জানুয়ারি ২০২৫-এর পরে নিবন্ধন ছাড়াই গ্রাহকদের নথিভুক্ত করতে থাকে, তাহলে তাদের ১০ লক্ষ টাকা জরিমানা করা হবে।
সিম কেনার সময় ভুয়ো ডকুমেন্ট জমা করলেই বিপদে পড়বেন। সাইবার হানা রুখতে কড়াকড়ি সরকার। এদিন ৮৫ লাখ মোবাইল কানেকশন বাতিল করে দিল টেলিকম দফতর।