Aadhaar থাকলেই মোদী সরকার দেবে 4.78 লাখ টাকা লোন! জানেন কি গোটা বিষয়টা কী?

উপার্জন যেমনই হোক না কেন, আমাদের দেশে একাংশ মানুষেরই কোনো না কোনো সময় লোনের প্রয়োজন হয়, আর এর জন্য তারা বিভিন্ন...
techgup 5 Feb 2024 8:40 AM IST

উপার্জন যেমনই হোক না কেন, আমাদের দেশে একাংশ মানুষেরই কোনো না কোনো সময় লোনের প্রয়োজন হয়, আর এর জন্য তারা বিভিন্ন ব্যাঙ্কের চক্কর কাটেন। আবার যদি লোন দেয় খোদ সরকার, তাহলে এইসব মানুষেরা স্বাভাবিকভাবেই তার সুবিধা নিতে যেকোনো কিছু করতে প্রস্তুত হয়ে যায়। সেক্ষেত্রে আপনারও যদি হালফিলে লোনের প্রয়োজন হয়, তাহলে কিন্তু যাই হয়ে যাক না কেন সোশ্যাল মিডিয়া থেকে কোনো লোনের খবরে আগ্রহ দেখাবেননা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে একটি পোস্ট ভাইরাল হচ্ছে, যেখানে দাবি করা হচ্ছে যে সরকার, এখন আধার কার্ড থাকলেই ৪,৭৮,০০০ টাকা ঋণ দিচ্ছে। ব্যাপারটা নিঃসন্দেহে খুব আকর্ষণীয় এবং সুবিধাজনক, তাতে সন্দেহ নেই। কিন্তু এই পোস্ট কতটা যৌক্তিক, সেই নিয়েই আমরা আজ কথা বলব।

সোশ্যাল মিডিয়ায় কী দাবি করা হচ্ছে?

বিগত কয়েকদিন ধরে হোয়াটসঅ্যাপ (WhatsApp), ফেসবুক (Facebook) এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি মেসেজ ভাইরাল হচ্ছে, যেখানে বলা হচ্ছে যে মোদী সরকার এবার নাগরিকদের ৪.৭৮ লক্ষ টাকা ঋণ দিচ্ছে। এক্ষেত্রে যাদের আধার কার্ড আছে তাদের সকলেই এই ঋণ পাবেন বলে দাবি করা হচ্ছে। কিন্তু যাবতীয় অনলাইন স্ক্যামের মতো এই পোস্টটিও সম্পূর্ণ ভুয়ো।

একটু ভেবে দেখুন, যদি সোশ্যাল মিডিয়ার এই দাবিটি সত্যি হয়, তাহলে দেশের ১৩৭.৯ কোটি আধার কার্ড ব্যবহারকারী ৪.৭৮ লক্ষ টাকা করে ঋণ পাবেন। এমনটা খুব সাধারণ ব্যাপার তো নয়! পাশাপাশি সরকারও এই বিষয়ে জনসাধারণকে সাবধান করেছে।

https://twitter.com/PIBFactCheck/status/1748985009736921574

সরকারের তরফে প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক (PIB Fact Check) টিম এক্স (X)-এ পোস্ট করে বলেছে যে, এই ধরণের গুঞ্জন একেবারেই ভুয়ো। সরকার এই ধরনের কোনো ঋণই দিচ্ছেনা, তাই এই ধরনের মেসেজে বিশ্বাস করে স্ক্যামের শিকার না হতে এবং ভুলবশতও কোনো লিঙ্ক ক্লিক বা অ্যাপ ডাউনলোড না করতে পরামর্শ দিয়েছে পিআইবি। এছাড়া কাউকে আধার কার্ড বা ব্যাঙ্কের তথ্য দিতেও তারা বারণ করেছে।

Show Full Article
Next Story