Digital Data Personal Act 2023

আমার-আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার

Digital Data Personal Act 2023 - নাগারিকদের ডিজিটাল গোপনীয়তা সুরক্ষা জোরদার করার জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ফিনটেক এবং কনজিউমার টেক সংস্থাগুলি যাতে গ্রাহকের প্যান তথ্য না নিতে পারে তা নিশ্চিত করতে অভিযান শুরু করল কেন্দ্রীয় সরকার।

Suvrodeep Chakraborty 5 Nov 2024 6:36 PM IST

নাগারিকদের ডিজিটাল গোপনীয়তা সুরক্ষা জোরদার করার জন্য বড় পদক্ষেপ নিল কেন্দ্র। ফিনটেক এবং কনজিউমার টেক সংস্থাগুলি যাতে গ্রাহকের প্যান তথ্য না নিতে পারে তা নিশ্চিত করতে অভিযান শুরু করল কেন্দ্রীয় সরকার। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন ২০২৩ লাগু হওয়ার আগে সুরক্ষা ব্যবস্থার মান আরও উন্নত করতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, এই অভিযানে নেতৃত্ব দিচ্ছে সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। যেসব সংস্থা আয়কর বিভাগের ব্যাকএন্ড সিস্টেমের মাধ্যমে নাম, ঠিকানা এবং ফোন নম্বর-সহ গ্রাহকের ব্যক্তিগত তথ্য নিচ্ছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র ফিনটেক এক্সিকিউটিভ সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসকে জানিয়েছেন, অধিকাংশ ঋণ প্রদানকারী প্ল্যাটফর্ম এবং ক্রেডিট অ্যাগ্রিগেটর সংস্থাগুলি এই অননুমোদিত পরিষেবার ব্যাপক ভাবে লাভ তুলেছে। বিষয়টি ডেটা ফাঁস করা না হলেও, এটি একটি অননুমোদিত অনুশীলন।

যদিও ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি বা এনএসডিএল এর মাধ্যমে যে প্যান যাচাইকরণ হয়, সেই পরিষেবায় কোনও প্রভাব পড়েনি। প্রসঙ্গত, সম্প্রতি অননুমোদিত ইউপিআই ডেটা নিয়ন্ত্রণ বন্ধ করার জন্য পদক্ষেপ নেয় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন। সেই অভিযানকে অনুসরণ করেই এই ক্র্যাকডাউন অভিযান শুরু হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আধার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরই প্যান নিয়ে তৎপর কেন্দ্র। নাগরিক ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখতে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করার কথা জানানো হয়েছে। এর জন্য অননুমোদিত নিয়ন্ত্রণ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এর ফলে ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন বাস্তবায়ন করার আগে নিরাপত্তার মান আরও উন্নত হবে।

Show Full Article
Next Story