Android ফোন ব্যবহার করেন? হাই অ্যালার্ট জারি করল সরকার
আপনি যদি একজন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হন, তবে সতর্ক হয়ে যান। আসলে হালফিলে Google, অ্যান্ড্রয়েড ডিভাইসে আবিষ্কৃত...আপনি যদি একজন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারী হন, তবে সতর্ক হয়ে যান। আসলে হালফিলে Google, অ্যান্ড্রয়েড ডিভাইসে আবিষ্কৃত একটি ত্রুটি (vulnerability) সম্পর্কে সতর্কতা জারি করেছিল। যেকারণে টেক জয়েন্টটি একটি সিকিউরিটি প্যাচ নিয়ে আসে। যারপর অনেকেই হয়তো ভেবেছিলেন এই লেটেস্ট সিকিউরিটি প্যাচ ডাউনলোড করা হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু না! নিরাপত্তাজনিত এই সমস্যা এখন যথেষ্টই বড়সড় আকার ধারণ করেছে। অন্তত আজ 'ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম' ওরফে CERT-IN দ্বারা প্রকাশিত একটি অ্যাডভাইজরি এমনটাই ইঙ্গিত দিচ্ছে। এই অ্যাডভাইজরি অনুসারে, Google এর অ্যাপ এবং পরিষেবাগুলির মধ্যে একগুচ্ছ বাগ ও দুর্বলতা খুঁজে পাওয়া গেছে। যেকারণে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) থেকে শুরু করে পূর্ববর্তী একাধিক অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসগুলির জন্য আপৎকালীন সতর্কতা জারি করেছে CERT-IN।
সরকারী সংস্থাটি তাদের অ্যাডভাইজরিতে আরো উল্লেখ করেছে যে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মধ্যে আবিষ্কৃত একাধিক দুর্বলতা আক্রমণকারীদের ডিভাইসে থাকা সংবেদনশীল ডেটা বা তথ্যের অ্যাক্সেস পেতে সাহায্য করতে পারে। শুধু তাই নয়, এই ত্রুটি সিস্টেমের সার্ভিস কন্ডিশন নষ্ট করে ডিভাইসের অ্যাক্সেস পাইয়ে দিতেও সমর্থ।
প্রভাবিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমগুলির তালিকা :
- অ্যান্ড্রয়েড ১১ (Android 11),
- অ্যান্ড্রয়েড ১২ (Android 12),
- অ্যান্ড্রয়েড ১২এল (Android 12L),
- অ্যান্ড্রয়েড ১৩ (Android 13),
- অ্যান্ড্রয়েড ১৪ (Android 14) অপারেটিং সিস্টেমে দুর্বলতাগুলি খুঁজে পাওয়া গেছে।
কেন এই দুর্বলতাগুলি অ্যান্ড্রয়েড ওএস সংস্করণে বিদ্যমান?
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম - ফ্রেমওয়ার্ক, সিস্টেম, গুগল প্লে সিস্টেম আপডেট, আর্ম কম্পোনেন্টস, ইমাজিনেশন টেকনোলজিস, মিডিয়াটেক কম্পোনেন্টস, মিসক ওইএম, ইউনিসক কম্পোনেন্ট, কোয়ালকম কম্পোনেন্ট এবং কোয়ালকম ক্লোজসোর্স কম্পোনেন্টের ত্রুটির কারণে এইসকল বাগগুলি আছে বলে জানা গেছে।
তাই সুরক্ষিত থাকার জন্য, উল্লেখিত অ্যান্ড্রয়েড সংস্করণ চালিত মোবাইল ব্যবহারকারীদের লেটেস্ট সিকিউরিটি প্যাচ ডাউনলোডের পরামর্শ দিচ্ছে CERT-In টিম।