Online Gaming: ভেরিফিকেশন আবশ্যক, অনলাইন গেমিং অ্যাপের জন্য আগামী মাস থেকে চালু হচ্ছে নতুন নিয়ম

সোমবার (২ জানুয়ারি) অনলাইন গেমিং কোম্পানিগুলির জন্য নতুন নিয়মের খসড়া প্রকাশ করেছে সরকার। খসড়া অনুযায়ী, সরকার অনলাইন গেমিং সংস্থাগুলির জন্য একটি স্ব-নিয়ন্ত্রক ব্যবস্থা, প্লেয়ারদের বাধ্যতামূলক…

সোমবার (২ জানুয়ারি) অনলাইন গেমিং কোম্পানিগুলির জন্য নতুন নিয়মের খসড়া প্রকাশ করেছে সরকার। খসড়া অনুযায়ী, সরকার অনলাইন গেমিং সংস্থাগুলির জন্য একটি স্ব-নিয়ন্ত্রক ব্যবস্থা, প্লেয়ারদের বাধ্যতামূলক ভেরিফিকেশন এবং সঠিক ভারতীয় ঠিকানা উল্লেখের প্রস্তাব করেছে। এছাড়াও, অনলাইন গেমিং সংস্থাগুলিকে নতুন তথ্য প্রযুক্তি (আইটি) নিয়মের আওতায় আনা হবে। ২০২১ সালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য এই নিয়মগুলি জারি করা হয়েছিল। এর আগে, অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিকে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের আওতায় এনেছিল সরকার।

ফেব্রুয়ারি মাস থেকে এই নিয়ম কার্যকর হবে

সোমবার প্রকাশিত খসড়ায় বলা হয়েছে, অনলাইন গেমিং ইন্ডাস্ট্রির বিকাশকে দায়িত্বশীলভাবে সক্ষম করার লক্ষ্যে আগের নিয়মে কিছু সংশোধন আনা হচ্ছে। নতুন করে সমস্ত অনলাইন গেম এবং অনলাইন গেমিং সংস্থাগুলির জন্য নিয়ম তৈরি করা হবে, যা আগামী মাসের ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে। একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), ভার্চুয়াল রিয়ালিটি (ভিআর) এবং মেটাভার্সকেও এই নিয়মে অন্তর্ভুক্ত করা হবে। খসড়ায় নারী ও শিশুদের জন্য অনলাইন গেমিংকে নিরাপদ করার কথাও বলা হয়েছে।

ভারতীয় আইন মেনে চলতে হবে

ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক খসড়াতে অনলাইন গেমিং সংস্থাগুলির জন্য ভারতে প্রযোজ্য আইনগুলি মেনে চলা বাধ্যতামূলক করেছে। এছাড়াও, জুয়া বা বেটিং সম্পর্কিত আইন এই সংস্থাগুলির জন্য প্রযোজ্য হবে। এছাড়া অনলাইন গেমিং সংস্থাগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির জন্য ২০২১ সালে জারি করা নতুন আইটি নিয়মের আওতায় আসবে।

সেলফ রেগুলেটরি বডি নিয়মগুলির দেখভাল করবে

খসড়া অনুযায়ী, স্ব-নিয়ন্ত্রক সংস্থা এই নিয়মগুলির তত্ত্বাবধান করবে। খসড়া বিধিতে গেমিং সংস্থাগুলির জন্য অতিরিক্ত চেকিংয়ের ব্যবস্থাও করা হয়েছে। এর মধ্যে রয়েছে অনলাইন গেমগুলির জন্য রেজিস্ট্রেশন এবং স্ব-নিয়ন্ত্রক সংস্থাকে জমা রাশি প্রত্যাহার বা ফেরত সম্পর্কে অবহিত করা, জয়ের পরিমাণের বিশদ বিবরণ এবং গেমটিতে অংশগ্রহণকারী ব্যক্তিদের ফি এবং অন্যান্য চার্জ ইত্যাদি

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন