MTCTE: সুখবর! সরকার স্মার্টফোন, স্মার্টওয়াচ কে বাধ্যতামূলক টেস্টিং থেকে অব্যাহতি দিল

ভারতের ‘ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন’ বা সংক্ষেপে DoT, টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রনিক সরঞ্জামগুলির বাধ্যতামূলক পরীক্ষার জন্য ২০১৭ সালে ‘ম্যান্ডেটরি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন অফ টেলিকম ইকুইপমেন্ট’ ওরফে…

ভারতের ‘ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন’ বা সংক্ষেপে DoT, টেলিযোগাযোগের ক্ষেত্রে ব্যবহৃত ইলেকট্রনিক সরঞ্জামগুলির বাধ্যতামূলক পরীক্ষার জন্য ২০১৭ সালে ‘ম্যান্ডেটরি টেস্টিং অ্যান্ড সার্টিফিকেশন অফ টেলিকম ইকুইপমেন্ট’ ওরফে MTCTE অভিহিত একটি নিয়ম প্রযোজ্য করেছিল। অন্যদিকে, ইলেকট্রনিক্স মন্ত্রণালয় ‘ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অর্ডার ২০১২’ নিয়মের অধীনে ল্যাপটপ, ওয়্যারলেস কীবোর্ড, POS মেশিন সহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছিল। ফলে DoT আনীত নিয়ম প্রয়োগে আসার পর থেকে টেক সংস্থাগুলিকে দ্বিগুণ অনুমোদন প্রক্রিয়ার মুখোমুখি হতে হয়েছিল। উপরন্তু, এই নতুন নিয়ম বাস্তবায়নের কারণে, রেগুলেটরি ওভারল্যাপিংয়ের দরুন স্মার্টফোন এবং স্মার্টওয়াচগুলির লঞ্চে বিলম্ব হওয়ার সম্ভাবনাও ছিল। তবে এখন এদেশের কেন্দ্রীয় সরকার ‘কম্পোলসারি টেস্টিং’ বা বাধ্যতামূলক পরীক্ষা থেকে ফোন এবং স্মার্টওয়াচের মতো ডিভাইসকে অব্যাহতি দিয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে যে, ব্যবসায় সহজতা আনার উদ্দেশ্যে, টেলিকমিউনিকেশন বিভাগ মোবাইল ইউজার ইকিউপমেন্ট, মোবাইল ফোন, স্মার্টওয়াচ এবং POS মেশিনের মতো কিছু নির্দিষ্ট ইলেকট্রনিক ডিভাইসকে MTECTE স্কিমের নিয়ন্ত্রণ থেকে নিষ্কৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার দৌলতে, সংস্থাগুলির উপর কমপ্লায়েন্স বা নিয়ম অনুপালনের চাপ কমবে এবং ব্যবসা করা আরো সহজসাধ্য হবে।

MTECTE স্কিম থেকে অব্যাহতি পেয়ে কী লাভ হবে?

শিল্প সংগঠনগুলি দীর্ঘদিন ধরে রেগুলেটরি ওভারল্যাপিং বন্ধ করার দাবি করে যাচ্ছিলো। সেক্ষেত্রে হালফিলে দেশীয় মন্ত্রণালয়ের সাথে আলাপ-আলোচনার পরে, টেলিকমিউনিকেশন বিভাগ (DoT), মোবাইল ইউজার ইকিউপমেন্ট / মোবাইল ফোন, সার্ভার, স্মার্টওয়াচ, স্মার্ট ক্যামেরা, POS মেশিনগুলিকে MTCTE স্কিম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলস্বরূপ ইলেকট্রনিক্স ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলির জন্য ব্যবসা করা আরো সহজ হবে। একই সাথে, সংস্থাগুলি তাদের পণ্য নির্ধারিত সময়ের মধ্যেই বাজারজাত করতে পারবেন।

MTECTE স্কিম কী?

রিপোর্ট অনুসারে, সম্প্রতি ভারত সরকারের পক্ষ থেকে স্থানীয় পরিসরে সমস্ত ৫জি (5G) স্মার্টফোনের পরীক্ষা ও সার্টিফিকেশন (Certification) ব্যবস্থা পরিচালনা করার ঘোষণা করা হয়েছে। তদুপরি, টেলিকমিউনিকেশন বিভাগের অন্যতম শাখা ‘টেলিকম ইঞ্জিনিয়ারিং সেন্টার’ (TEC) এর একটি অভ্যন্তরীণ বৈঠকে, অনিবার্যভাবে টেলিকম ইকুইপমেন্টের (MTCTE) পরীক্ষা এবং সার্টিফিকেশন পরিচালনা করার পরিকল্পনা করা হয়েছিল।

এই স্কিমের অধীনে, ৫জি নেটওয়ার্ক সক্ষম স্মার্টফোন, স্মার্টওয়াচ, পরিধানযোগ্য স্মার্ট ক্যামেরাগুলিকে পরীক্ষা এবং শংসাপত্র দানের পর বিক্রি করা হবে। এক্ষেত্রে, সমস্ত ৫জি ডিভাইসের পরীক্ষা এবং শংসাপত্র দানের স্কিমটি ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে।