ইলেকট্রিক যানবাহনের রেজিস্ট্রেশন ও রিনিউয়ালে এক পয়সাও লাগবে না, ঘোষণা কেন্দ্রের

দেশবাসীকে বৈদ্যুতিন গাড়ি কিনতে উৎসাহ দেওয়ার জন্য ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ফি ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি) নবীকরণের যাবতীয় ফি মকুব করার ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

দেশবাসীকে বৈদ্যুতিন গাড়ি কিনতে উৎসাহ দেওয়ার জন্য ব্যাটারিচালিত যানবাহনের রেজিস্ট্রেশন ফি ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট (আরসি) নবীকরণের যাবতীয় ফি মকুব করার ঘোষণা করল কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়েজ মন্ত্রক (MoRTH)। গত জুনে এ বিষয়ে প্রস্তাবনা আনা হয়েছিল। এবার তাতে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার।

এবার থেকে রেজিস্ট্রেশন (নথিভুক্ত) শংসাপত্র প্রদান ও নবীকরণের ক্ষেত্রে ব্যাটারিচালিত যানবাহনকে ফি প্রদান থেকে ছাড় দেওয়া হবে। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়েজ মন্ত্রক।

মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, পরিবেশবান্ধব বৈদ্যুতিক গাড়ির ব্যবহারে উৎসাহ দিতে এই পদক্ষেপ। বিজ্ঞপ্তিতে বলা আছে, “এখন, ১৯৮৮ সালের মোটর যানবাহন আইন (১৯৮৮ এর ৫৯) এর ধারা ৬৪ এবং ধারা ২১১ দ্বারা প্রদত্ত ক্ষমতার প্রয়োগে, কেন্দ্রীয় সরকার ১৯৮৯ সালের মোটর ভেহিকলস আইনে সংশোধন করে নতুন নিয়ম লাগু করছে।”

কেন্দ্রীয় সরকার আরও বলেছে, এই নিয়মগুলিকে কেন্দ্রীয় মোটর ভেহিকলস (ষোড়শ সংশোধনী) আইন বলা যেতে পারে এবং এগুলি সরকারী গেজেটে প্রকাশের তারিখ থেকে কার্যকর হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন