অশ্লীল দৃশ্য দেখানোর অভিযোগ! 18টি OTT চ্যানেলকে নিষিদ্ধ করল সরকার

ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে অশ্লীল বিষয়বস্তু রোধ করার জন্য বিশেষ নিয়ম এনেছে সরকার। এদিন কেন্দ্রীয় এল মুরুগান লোকসভায় জানিয়েছেন, এই নিয়ম লঙ্ঘন করার জন্য 18টি OTT প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করা হয়েছে।

Suvrodeep Chakraborty 20 Dec 2024 1:33 PM IST

দেশে 18টি OTT চ্যানেলকে নিষিদ্ধ করল কেন্দ্র। অশ্লীল কন্টেন্ট দেখানোর অভিযোগ উঠেছে এই প্ল্যাটফর্মগুলির বিরুদ্ধে। এদিন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী এল মুরুগান জানিয়েছেন, আইটি নিয়ম লঙ্ঘন করার জন্য 18টি OTT প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে ভারত সরকার।

18 ডিসেম্বর লোকসভায় বক্তৃতা দেওয়ার সময় এল মুরুগান বলেন যে, তথ্য প্রযুক্তি (আইটি) 2021 বিধি অশ্লীল বা অশ্লীল বিষয়বস্তু প্রদর্শন বা ছড়ানোর বিরুদ্ধে নির্দিষ্ট নিয়ম রয়েছে। যা অমান্য করেছে এই ওটিটি চ্যানেলগুলি।

প্রকাশকদের জন্য নীতিশাস্ত্রের কোড

এল মুরুগান জানিয়েছেন যে, আইটি নিয়মগুলি "ডিজিটাল মিডিয়াতে সংবাদ এবং বর্তমান বিষয়গুলির প্রকাশক এবং অনলাইন কিউরেটেড কন্টেন্ট (ওটিটি প্ল্যাটফর্ম) প্রকাশকদের জন্য বিশেষ নিয়ম রয়েছে।”

তিনি আরও বলেন, "তথ্য ও সম্প্রচার মন্ত্রক বিভিন্ন মধ্যস্থতাকারীদের সাথে সমন্বয় করে ব্যবস্থা নিয়েছে। এবং, এই নিয়মগুলির অধীনে অশ্লীল বিষয়বস্তু প্রকাশের জন্য 14 ই মার্চ, 2024 তারিখে 18টি OTT প্ল্যাটফর্ম নিষিদ্ধ করা হয়েছে।”

ডিজিটাল সংবাদ প্রকাশকদের বিষয় নিয়েও মন্তব্য করেন মন্ত্রী। তিনি জানান, যে তাদের জন্য নৈতিকতার কোডের জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার 'সাংবাদিক আচরণের নিয়ম' মেনে চলা প্রয়োজন। এটি হল টেলিভিশন (নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট, 1995) এর অধীনে একটি প্রোগ্রাম কোড।

লোকসভায় অন্য একটি উত্তরে, ইউটিউব নিউজ চ্যানেল, যেমন - বোলতা হিন্দুস্তান এবং ন্যাশনাল দাস্তক-সহ ডিজিটাল মিডিয়াতে সংবাদ এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রকাশকদের সম্পর্কেও মন্তব্য করেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেছেন যেহ এই চ্যানেলগুলি আইটি নিয়ম, 2021-এর বিধানগুলির অধীনে রয়েছে। এই তথ্য প্রযুক্তি আইন, 2000-এর ধারা 69A এর অধীনে আপত্তিকর বিষয়বস্তু নিষিদ্ধ করার নির্দেশাবলী রয়েছে।

Show Full Article
Next Story