দামী iPhone বা অন্য Apple ডিভাইস কিনেছেন? কেন্দ্রের এই কথা কানে না নিলে কিন্তু বিপদে পড়বেন

অ্যাপল ডিভাইস ইউজারদের সাবধান করল সরকার, সাইবার স্ক্যামারদের হাত থেকে বাঁচতে চাইলে একটি কাজ করতেই হবে।

Anwesha Nandi 5 Aug 2024 2:20 PM IST

এখনকার সময়ে সাধারণ মানুষকে বোকা বানাতে সাইবার স্ক্যামারদের নানাবিধ কৌশল অবলম্বন করার বিষয়টি খুব সাধারণ পর্যায়ে গিয়ে ঠেকেছে। ফলত, স্মার্টফোন হোক বা কম্পিউটার, যেকোনো ডিভাইস ব্যবহার করতে গিয়েই খুব সাবধানে পা ফেলতে হচ্ছে আমাদের। এদিকে সরকারও হাত গুটিয়ে বসে নেই – অনলাইন জালিয়াতি এড়াতে কেন্দ্রের তরফে প্রতিনিয়তই কোনো না কোনো নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, আবার কোনো বিপদের আঁচ পেলেই জারি করা হচ্ছে সতর্কতা। যেমন সম্প্রতি ডিজিটাল বিশ্বে বিচরণকারী ভারতীদের জন্য কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা উপদেষ্টা সংস্থা তথা ইন্ডিয়ান কম্পিউটার রেসপন্স টিম বা সিইআরটি-ইন, একটি অ্যাডভাইজরি জারি করেছে।

মূলত অ্যাপল ডিভাইস ইউজারদের সতর্ক করেছে কেন্দ্র

বেশিরভাগ অ্যাপল ইউজারই তাদের বহুমূল্য ডিভাইসগুলির সিকিউরিটি সম্পর্কে নিশ্চিন্ত থাকেন। কিন্তু সিইআরটি-ইন দু-তিনদিন আগে আইফোন, আইপ্যাড ও অন্যান্য অ্যাপল প্রোডাক্ট সম্পর্কে সতর্কতা জারি করে বলেছে যে, এগুলিতে একাধিক এবং বিশেষ ধরনের দুর্বলতা দেখা গেছে, যাতে করে ইউজাররা বড় বিপদের মুখে পড়তে পারেন। এক্ষেত্রে ডিভাইসগুলির দুর্বলতা কাজে লাগিয়ে সাইবার ক্রিমিনালরা সহজেই এগুলিতে অ্যাক্সেস পেয়ে যেতে পারে।

আর একবার ডিভাইসে জালিয়াতরা ঢুকে পড়তে পারলেই চরম বিপদ! তারা ইউজারের সংবেদনশীল তথ্যাবলি চুরি করতে তো পারেই, এমনকি সিকিউরিটি রেস্ট্রিকশনও বাইপাস করতে পারে বলেও মনে করছে সিইআরটি-ইন।

ডিভাইস এই সফ্টওয়্যার ভার্সনে চললে বিপদ
 
কেন্দ্রের মতে, যে ত্রুটি বা দুর্বলতাগুলি থেকে বিপদের আশঙ্কা করা হচ্ছে, যেগুলি অ্যাপল ডিভাইসের নির্দিষ্ট কিছু সফ্টওয়্যার ভার্সনেই লক্ষণীয়। এগুলি হল:

১. আইওএস ১৬.৭.৯ ও তার পূর্ববর্তী সংস্করণ,

২. আইপ্যাডওএস ১৬.৭.৯ ও তার পূর্ববর্তী সংস্করণ,

৩. ম্যাকওএস সোনোমা ১৪.৬ ও এর পূর্ববর্তী সংস্করণ,

৪. ম্যাকওএস ভেঞ্চুরা ১৩.৬.৮ এবং তার আগের সংস্করণ,

৫. ম্যাকওএস মন্টেরে ১২.৬.৭ এবং এর পূর্ববর্তী সংস্করণ,

৬. অ্যাপল ওয়াচওএস ১০.৬ এবং এর পূর্ববর্তী সংস্করণ,

৭. অ্যাপল টিভিওএস ১৭.৬ ও তার আগের ওএস ভার্সন,

৮. অ্যাপল ভিশনওএস ১.৩ ও তার আগের ভার্সন,

৯. অ্যাপল সাফারি ভার্সন ১৭.৬ ও তার পূর্ববর্তী সংস্করণ।

বিপদ এড়াতে কী করা উচিত?

সিইআরটি-ইনের পরামর্শের ভিত্তিতে বলা যায়, এই ধরনের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা পেতে, ইউজারদের তাদের ডিভাইসের পুরোনো সফ্টওয়্যার ভার্সন আপডেট করা উচিত। অনেক ইউজারই ডিভাইস আপডেট করেননা, এমনকি সিকিউরিটি আপডেটও করেননা। সেক্ষেত্রে এই ধরণের অসাবধানতার সুযোগই কিন্তু সাইবার হ্যাকাররা নিতে পারে। অগত্যা, সময় থাকতে সামলে যান!

Show Full Article
Next Story