Android: অ্যান্ড্রয়েড ইউজারডের জন্য চরম সতর্কতা, এই ভুল করলেই ফাঁস হবে ফোনের ব্যক্তিগত তথ্য
অ্যান্ড্রয়েড ইউজারদের সাবধান করল কেন্দ্রের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। কারণ অ্যান্ড্রয়েড ১২ থেকে ১৫ ভার্সনে প্রযুক্তিগত ত্রুটি দুর্বলতা চিহ্নিত করা গিয়েছে। উপেক্ষা করলেই ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য।
ফোনে রয়েছে অজস্ৰ ছবি, মেসেজ, কন্ট্যাক্ট নম্বর, ব্যাঙ্কের পাসওয়ার্ড ইত্যাদি ব্যক্তিগত তথ্য। এগুলি এক ক্লিকেই ফাঁস হতে পারে বলে মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা। কারণ সম্প্রতি অ্যান্ড্রয়েড ১২ থেকে অ্যান্ড্রয়েড ১৫ ভার্সনে প্রযুক্তিগত ত্রুটি বা দুর্বলতা চিহ্নিত করেছে কেন্দ্রীয় সাইবার সংস্থা। এই সমস্ত দুর্বলতা কাজে লাগিয়ে ইউজারদের ডিভাইসে সিস্টেম হ্যাক করতে পারে অপরাধীরা। পাশাপাশি সংবেদনশীল তথ্যের অননুমোদিত নিয়ন্ত্রণ পেতে পারে তারা।
এদিন অ্যান্ড্রয়েড ইউজারদের সাবধান করে এই তথ্য জানিয়েছে কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-IN। জানা গিয়েছে, হ্যাকাররা আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা ট্যাবলেট হ্যাক করতে এই দুর্বলতাগুলিকে কাজে লাগাতে পারে৷ সংস্থার তরফে আরও জানানো হয়েছে, সর্বশেষ দুর্বলতা শনাক্ত করা হয়েছে CIVN-2024-0349 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে।
অ্যান্ড্রয়েড ১২ থেকে সর্বশেষ অ্যান্ড্রয়েড ১৫ পর্যন্ত অ্যান্ড্রয়েড ভার্সনগুলিতে গুরুতর দুর্বলতা রয়েছে বলে জানানো হয়েছে। অ্যান্ড্রয়েড সফ্টওয়্যারে দুর্বলতাগুলি অ্যান্ড্রয়েড ইকোসিস্টেমের বিভিন্ন পার্টস থেকে সৃষ্টি হতে পারে। যার মধ্যে ইমাজিনেশন টেকনোলজিস, মিডিয়াটেক এবং কোয়ালকম-এর মতো তৃতীয় পক্ষের বিক্রেতাদের দ্বারা পার্টসও রয়েছে৷
প্রভাবিত অ্যান্ড্রয়েড ভার্সন
প্রযুক্তিগত ত্রুটিগুলির দ্বারা প্রভাবিত অ্যান্ড্রয়েড ভার্সনগুলির তালিকা -
অ্যান্ড্রয়েড ১২
অ্যান্ড্রয়েড ১২এল
অ্যান্ড্রয়েড ১২
অ্যান্ড্রয়েড ১৪
অ্যান্ড্রয়েড ১৫
সাবধান থাকার জন্য কী করা উচিত?
নতুন অ্যান্ড্রয়েড আপডেট প্রকাশিত হলে, সিস্টেম সেটিংস > সিস্টেম আপগ্রেডে গিয়ে উপলব্ধ আপডেট ডাউনলোড করতে হবে। পাশাপাশি থার্ড পার্টি সোর্স থেকে এপিকে ডাউনলোড এড়িয়ে চলুন। বাড়তি সুরক্ষার জন্য চালু করতে পারেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা 2FA।
অ্যান্ড্রয়েড ইউজারদের সাবধান করল কেন্দ্রের কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। কারণ অ্যান্ড্রয়েড ১২ থেকে ১৫ ভার্সনে প্রযুক্তিগত ত্রুটি দুর্বলতা চিহ্নিত করা গিয়েছে। উপেক্ষা করলেই ফাঁস হতে পারে ব্যক্তিগত তথ্য।