Google এবং Apple-এর রাজত্বে থাবা বসাতে স্বদেশী মোবাইল অপারেটিং সিস্টেম বানাতে চায় ভারত সরকার

এখনকার দিনে হাতে স্মার্টফোন নেই, এমন মানুষের দেখা পাওয়া এককথায় অসম্ভব বললেই চলে। এই স্মার্টফোনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ হল তার অপারেটিং সিস্টেম। আর অপারেটিং…

এখনকার দিনে হাতে স্মার্টফোন নেই, এমন মানুষের দেখা পাওয়া এককথায় অসম্ভব বললেই চলে। এই স্মার্টফোনের এক অতি গুরুত্বপূর্ণ অংশ হল তার অপারেটিং সিস্টেম। আর অপারেটিং সিস্টেমের কথা বললে কেবলমাত্র দুটি কোম্পানির নামই চোখের সামনে ভেসে ওঠে – Google (গুগল) এবং Apple (অ্যাপল)। স্মার্টফোন দুনিয়ায় একচ্ছত্র রাজত্ব করছে এই দুই কোম্পানি। বিশ্বের যে-কোনো জায়গা থেকেই আপনি স্মার্টফোন কিনুন না কেন, তাতে হয় থাকবে Google-এর Android অথবা Apple-এর iOS ভিত্তিক অপারেটিং সিস্টেম, তৃতীয় অপশন খুঁজে পাওয়া কষ্টকর। সেই তিন নম্বর স্থানে নিজেদের নাম লেখাতেই এবার উঠেপড়ে লেগেছে আমাদের দেশ ভারত।

সত্যি কথা বলতে গেলে, অপারেটিং সিস্টেমের দৌলতে এখনকার মোবাইল মার্কেট সম্পূর্ণভাবে দখল করে রেখেছে দুই টেক জায়ান্ট গুগল এবং অ্যাপল। Android ভিত্তিক স্মার্টফোন, টিভি, ওয়াচ প্রভৃতির জন্য অপারেটিং সিস্টেম তৈরি করেছে গুগল। বর্তমানে গুগলের Android 11 ও Android 12 অপারেটিং সিস্টেম বেশিরভাগ ফোনেই ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, অ্যাপল iOS সফ্টওয়্যার ব্যবহার করে। এই দুই সংস্থার সফ্টওয়্যারই সারা বিশ্বের মোবাইলে ব্যবহৃত হয়। আর তৃতীয় কেউ না থাকায় সংস্থা দুটি নিজেদের প্রয়োজন ও সুবিধামতো অপারেটিং সিস্টেম সংক্রান্ত নিয়মকানুন তৈরি করে নেয়।

এমত পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার গুগল ও অ্যাপল-এর আধিপত্য কমানোর জন্য একটি দেশীয় অপারেটিং সিস্টেম তৈরি করতে চায়, যাতে এক নতুন ও সহদ পদ্ধতিতে ইউজাররা মোবাইল হ্যান্ডসেট ব্যবহারের ক্ষেত্রে এক অনন্য অভিজ্ঞতা অর্জন করতে পারেন। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরের কথায়, এই দেশীয় অপারেটিং সিস্টেমকে কেন্দ্র করে একটি নতুন পলিসি আনবে কেন্দ্রীয় সরকার, এবং সেই পলিসি মেনেই দেশীয় অপারেটিং সিস্টেমটি তৈরি হবে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, মোবাইল অপারেটিং সিস্টেমের মার্কেটে দুটি টেক কোম্পানি রয়েছে, এছাড়া তৃতীয় কেউ নেই। তাই কেন্দ্রীয় সরকার ইউজারদের আর-একটি অপশন অফার করতে চায়। এর জন্য কেন্দ্রীয় সরকার ও MeitY-এর তরফে একটি নতুন হ্যান্ডসেট অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে, যা হবে সম্পূর্ণ দেশীয়। এবং এই দেশীয় মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য একটি পলিসিও আনবে সরকার। আর এর জন্য কেন্দ্র, স্টার্ট-আপ এবং একাডেমিক ইকোসিস্টেমকে ডেভেলপ করবে। আসলে কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য হল, কম্পিউটার ও মোবাইল অপারেটিং মার্কেটে ভারতীয় ব্র্যান্ডকে ঢুকিয়ে দেওয়া। এর ফলে বিশ্বব্যাপী চুটিয়ে রাজত্ব করা Google এবং Apple-এর আধিপত্যের অবসান ঘটাবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন