ChatGPT ব্যবহার করে যেতে হতে পারে জেলে, সরকার আনছে নতুন নিয়ম, জেনে নিন বিশদ

বিগত কয়েক মাসে ChatGPT নামক AI টুলটি সাধারণ মানুষের জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে। এই প্রযুক্তিটি ভারতসহ বিশ্বের...
Anwesha Nandi 17 July 2023 7:32 PM IST

বিগত কয়েক মাসে ChatGPT নামক AI টুলটি সাধারণ মানুষের জীবনে একটা বড় জায়গা করে নিয়েছে। এই প্রযুক্তিটি ভারতসহ বিশ্বের বিভিন্ন জায়গায় এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, Google-ও এর সাথে পাল্লা দিতে Bard নামের একটি টুল ডেভেলপ করেছে। কিন্তু এবার এই ChatGPT, Google Bard-এর মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুলগুলিকেই নিয়মের শেকলে বাঁধতে চলেছে কেন্দ্র সরকার! আসলে এখনও অবধি, AI টুলগুলির জন্য দেশে কোনো সুনির্দিষ্ট আইন নেই, যে কারণে এদের নির্মাতা সংস্থাগুলি নির্বিচারে ইউজারের ডেটা ব্যবহার করছিল। এক্ষেত্রে এইসব টুল নিয়ে নানা ধরনের ত্রুটির কথা মাঝেমাঝেই সামনে এসেছে, এছাড়াও এগুলির ব্যবহারকারীদের প্রাইভেসি নিয়ে উঠেছে প্রশ্ন। এই পরিস্থিতিতেই কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত বিভিন্ন টুলগুলির জন্য নতুন নিয়ম আনতে চলেছে সরকার।

কী নিয়ম আনছে সরকার?

সাম্প্রতিক সময়ে প্রযুক্তিগত ক্ষেত্রে যে বৈপ্লবিক বদল এসেছে, তার নাম 'কৃত্রিম বুদ্ধিমত্তা' বা 'আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স'। এটি একবিংশ শতকের নতুন আকর্ষণের পাশাপাশি নিউ নর্ম্যাল অর্থাৎ স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে, হালফিলে দেশের নাগরিকদের প্রযুক্তি এবং ইন্টারনেটের প্রতি নির্ভরশীলতার দিকটি বিবেচনা করে সরকার, ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন বিল সংসদে পেশ করতে চলেছে। আর এই বিলে একাধিক নতুন নিয়মের পাশাপাশি এআই টুল দ্বারা ইউজার ডেটা ব্যবহারের বিষয়টি নিয়েও কেন্দ্রের তরফে অন্য কিছু ভাবনা-চিন্তা চলছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই জন্য সরকারের পক্ষ থেকে একটি নতুন খসড়া তৈরি করা হয়েছে, যেখানে এআই কোম্পানিগুলিকে চ্যাটবটের জন্য সর্বজনীনভাবে উপলব্ধ ডেটা ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞার প্রসঙ্গ উত্থাপিত হয়েছে।

নিয়ম লঙ্ঘন করলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা

একবার যদি সরকারের বিলটি পাস হয় এবং নিয়ম না মেনে এআই কোম্পানিগুলি ব্যবহারকারীর ডেটা ভুলভাবে বা অনুমতি ছাড়া ব্যবহার করার জন্য দোষী প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। সেক্ষেত্রে নিয়ম ভাঙলে ব্যবহারকারীও জেলে যেতে পারেন।

নতুন নিয়ম কবে প্রযোজ্য হবে?

প্রথমে সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে নতুন বিলটি লোকসভা ও রাজ্যসভায় পেশ করা হবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদন পেয়ে যদি বিলটি পাস হয়, তাহলে সেটি আইন হিসেবে সারা দেশে কার্যকর হবে। এর জন্য হয়তো স্বল্প কয়েক মাস সময় লাগবে।

Show Full Article
Next Story