দেশের সুরক্ষায় জোর, সরকারি কর্মীদের Google Drive, VPN সহ একাধিক বিদেশি পরিষেবা ব্যবহারে না সরকারের
অভ্যন্তরীণ তথ্য সুরক্ষার কথা ভেবে এবার সরকারি কর্মচারীদের Dropbox, Google Drive সহ বিভিন্ন অভারতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার...অভ্যন্তরীণ তথ্য সুরক্ষার কথা ভেবে এবার সরকারি কর্মচারীদের Dropbox, Google Drive সহ বিভিন্ন অভারতীয় অ্যাপ্লিকেশন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। সম্প্রতি এই সংক্রান্ত নয়া নির্দেশিকা লোকসমক্ষে এনেছে - CERT-In অর্থাৎ ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিম। অবশ্য এবার প্রথম নয় বরং এর আগেও উক্ত সংস্থা অভ্যন্তরীণ জরুরি তথ্যকে সুরক্ষিত রাখার একাধিক নির্দেশ প্রদান করেছে। তবে এবার Google Drive, Dropbox -এর মতো জনপ্রিয়, চাহিদাপূর্ণ অ্যাপ ব্যবহারে আপত্তি জানানোর কারণে অনেকেই বেশ বিস্মিত হয়েছেন।
সরকারি কর্মীদের একাধিক বেসরকারি ও অভারতীয় পরিষেবা ব্যবহারে নিষেধাজ্ঞা
সম্প্রতি সরকারি কর্মচারীদের জন্য 'Cyber Security Guidelines for Government Employees' শীর্ষক যে নথি প্রকাশিত হয়, সেখানে স্পষ্টভাবে ড্রপবক্স ও গুগল ড্রাইভ ছাড়াও অপর একাধিক অভারতীয় ক্লাউড পরিষেবা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। অভ্যন্তরীণ সাইবার নিরাপত্তাকে আরো মজবুত করতেই এই নির্দেশিকা বলে নথিতে উল্লেখ। ক্লাউড পরিষেবা বাদে অন্য থার্ড-পার্টি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন (VPN) যথা, ExpressVPN, Tor, NordVPN প্রভৃতি ব্যবহারেও স্পষ্ট আপত্তি জানানো হয়েছে। তাছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরতদের পার্সোনাল ডিভাইস রুট (Root) করানোর চিন্তাভাবনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, নয়া সিইআরটি নির্দেশিকার সাথে সহমত হতে না পারায় ExpressVPN এবং NordVPN ইতিমধ্যেই ভারত থেকে তাদের সার্ভার তুলে নিয়েছে। ফলে ব্যবহারকারীরা এদের পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
প্রসঙ্গত মনে করিয়ে দিই যে ২০২০ সালেও সরকার অভ্যন্তরীণ সুরক্ষা মজবুত করার উদ্দেশ্যে একাধিক মোবাইল অ্যাপ্লিকেশন ব্যান বা নিষিদ্ধকরণের পন্থা বেছে নেয়। সে পর্বে CamScanner -এর মতো চাহিদাপূর্ণ জনপ্রিয় অ্যাপও গুপ্তচরবৃত্তির অভিযোগে বিদ্ধ হয়। এরপর অ্যাপ স্টোর থেকেও তা সরিয়ে নিয়েছে গুগল (Google)। কিন্তু এবার খোদ গুগলের নিজস্ব অ্যাপ্লিকেশন (গুগল ড্রাইভ) ব্যবহারেই আপত্তি উঠেছে, যা সাধারণ অবস্থায় কোনমতেই অভিপ্রেত নয়।