Amazon, Flipkart কে সিগন্যাল জ্যামিং ডিভাইস বিক্রি করতে নিষেধ কেন্দ্রের

আইনের নজর এড়িয়ে ভারতে সর্বধরনের ওয়্যারলেস জ্যামার ও ওয়্যারলেস বুস্টার বিক্রির ব্যাপারে Flipkart, Amazon -এর মতো...
SUPARNAMAN 5 July 2022 11:36 PM IST

আইনের নজর এড়িয়ে ভারতে সর্বধরনের ওয়্যারলেস জ্যামার ও ওয়্যারলেস বুস্টার বিক্রির ব্যাপারে Flipkart, Amazon -এর মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে সতর্কবার্তা শোনালো কেন্দ্রীয় টেলিযোগাযোগ দপ্তর বা ডট (DoT)। এক্ষেত্রে নির্দেশ অমান্য করলে বা এড়িয়ে গেলে উক্ত ডিভাইস বিক্রয়কারী তথা ই-কমার্স প্ল্যাটফর্মগুলি পর্যন্ত সুনির্দিষ্ট আইনানুগ শাস্তির কবলে পড়তে পারে বলে DoT জানিয়েছে। তাছাড়া টেলিযোগাযোগ দপ্তরের তরফ থেকে সাধারণ জনতাকেও উল্লিখিত ধরনের ডিভাইস ব্যবহার সম্পর্কে সাবধান করে দেওয়া হয়েছে।

সরকারের অনুমতি ছাড়া সিগন্যাল জ্যামিং ডিভাইস বিক্রি করতে পারবেনা Amazon, Flipkart…

প্রকাশিত একটি বিবৃতিতে ডট (DoT) -এর বয়ান, সরকারের অনুমতি গ্রহণ ব্যতিরেকে সেলুলার সিগন্যাল জ্যামার এবং জিপিএস ব্লকার সহ অন্যান্য সমস্ত প্রকার সিগন্যাল জ্যামার ব্যবহার সাধারণভাবে আইনবিরুদ্ধ কাজ। ফলে বিভিন্ন বেসরকারি সেক্টর তথা ব্যক্তিবর্গ কর্তৃক উল্লেখিত ডিভাইস ব্যবহার কোনওভাবেই অভিপ্রেত নয়।

কেবলমাত্র এটুকুই নয়, একইসাথে প্রকাশ্য বিবৃতিতে ডট (DoT) জানিয়েছে যে দেশের বাজারে যাবতীয় ধরনের সিগন্যাল জ্যামিং ডিভাইস আমদানি, বন্টন, বিজ্ঞাপন প্রদান তথা বিক্রিও সমানভাবে আইনবিরুদ্ধ। এই ধরনের কারবারে জড়িত থাকলেই উপযুক্ত শাস্তির কোপে পড়তে হতে পারে বলে DoT দাবি করেছে।

সিগন্যাল জ্যামারের ব্যবহার রুখতে পুরনো বিজ্ঞপ্তিকেই গুরুত্ব দিচ্ছে DoT

এখানে মনে করিয়ে দিই যে চলতি বছরের জানুয়ারি মাসেই ডট অ্যামাজন, ফ্লিপকার্ট, ই-বে, শপক্লুজ, আলিবাবা, আলিএক্সপ্রেস, ইন্ডিয়ামার্ট, রেডিফ প্রভৃতি বিভিন্ন জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ওয়্যারলেস জ্যামার বিক্রির বিষয়ে সতর্ক করে। এই জাতীয় কাজ আইনসম্মত নয় এবং এর ফলে টেলিকম সহ অপরাপর ওয়্যারলেস নেটওয়ার্কগত যোগাযোগে বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে ডট স্পষ্ট উল্লেখ করে। সুতরাং নিয়মবিরুদ্ধ ভাবে উপরোক্ত কাজে মদত দিলে তথ্যপ্রযুক্তি আইনের আওতায় দোষীকে শাস্তি পেতে হবে বলে ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, সাম্প্রতিক এক সার্কুলারে কেন্দ্রীয় ডটের তরফ থেকে এই পুরনো বিজ্ঞপ্তিকেই স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দপ্তরের সাফ বক্তব্য, এক্ষেত্রে আইনভঙ্গ করলে একজন একক ব্যক্তির পাশাপাশি প্রখ্যাত ই-কমার্স সাইটগুলিকেও কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

Show Full Article
Next Story