নতুন বছরে গাড়ি কেনায় আগ্রহী ভারতীয়রা, দেশের যানবাহন শিল্পের জন্য আশার কথা শোনাল সমীক্ষা

এ বছর দেশে গাড়ির ব্যবসায় যথেষ্টই মন্দা গিয়েছে। তবে নতুন বছরের জন্য খুশির খবর শোনাল মোবিলিটি আউটলুক (Mobility Outlook)...
SUMAN 20 Dec 2021 4:51 PM IST

এ বছর দেশে গাড়ির ব্যবসায় যথেষ্টই মন্দা গিয়েছে। তবে নতুন বছরের জন্য খুশির খবর শোনাল মোবিলিটি আউটলুক (Mobility Outlook) নামক এক সংস্থা। সম্প্রতি তারা দেশের জনগণের উপর একটি সমীক্ষা চালিয়েছে, তাতে দেখা গিয়েছে সামনের ১২ মাসে অর্থাৎ নতুন বছরে অসংখ্য ভারতীয়র গাড়ি কেনার জোরদার পরিকল্পনা রয়েছে। সমীক্ষায় উঠে এসেছে, দেশের প্রায় ২.৭ লক্ষ নাগরিক নতুন বছরে গাড়ি কেনার বিষয়ে তাঁদের প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন।

উল্লিখিত সমীক্ষা অনুযায়ী, সমীক্ষা চালানো ৮৩% মানুষ নতুন বছরে গাড়ি কেনার বিষয়টি নিশ্চিত করেছেন, অন্যদিকে ১৩% নাগরিক যানবাহন কিনতে পারেন বলে জানিয়েছেন। এবং বাকি ৪% জনগণ বলেছেন, সামনের এক বছরে গাড়ি কেনার কোনও পরিকল্পনা তাঁদের নেই।

এই ৮৩% মানুষের মধ্যে আবার নতুন গাড়ি কেনার দিকেই পাল্লা ভারী। তবে পুরানো বা সেকেন্ড-হ্যান্ড যানবাহন কিনতে চাওয়ার সংখ্যাটিও নেহাত কম নয়। কেমন ধরনের গাড়ি কিনতে ইচ্ছুক সেই প্রসঙ্গে বলতে গেলে, ৫২% মানুষ নিজের ব্যক্তিগত ব্যবহারের জন্য যানবাহন কিনতে চান, যেখানে ৩৩% উত্তরদাতা জানিয়েছেন তারা একটি নতুন স্কুটার বা মোটরসাইকেল কিনতে ইচ্ছুক, এছাড়া ৩% মানুষ জানিয়েছেন তারা একটি হাতফেরতা টু-হুইলার কিনতে চান। বাকি ১৩% উত্তরদাতা জানিয়েছেন তাঁরা একটি ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি কিনবেন।

সম্প্রতি অটোমোবাইল ডিলাররা ব্যবহৃত গাড়ির উপরও ওয়ারেন্টি প্রদান করার ঘোষণার পর থেকে হাতফেরতা যানবাহনের প্রতি মানুষের ঝোঁক বেড়েছে। নতুন গাড়ির তুলনায় এগুলির যেমন দাম কম, অন্যদিকে খুব সহজেই বাজারে মেলে।

অন্যদিকে ৪৯% উত্তরদাতা বলেছেন করোনা অতিমারির পর নতুন গাড়ি কেনার ক্ষেত্রে তাদের বাজেটের পরিমাণ একই রয়েছে। যেখানে ১৪% মানুষ নতুন গাড়ি কিনতে তাদের বাজেটের পরিমাণ ২০% শতাংশ বাড়ানোর কথা জানিয়েছেন বলে সমীক্ষায় দেখা গেছে।

Show Full Article
Next Story
Share it