মোবাইল-ল্যাপটপ ব্যবহারকারীদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়, নয়া কৌশলে হ্যাক করা হচ্ছে ডিভাইস

হ্যাকাররা বর্তমানে মানুষকে প্রতারিত করার জন্য ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে। সম্প্রতি তারা মখনুষকে প্রতারিত করার জন্য এমন এক পদ্ধতি অবলম্বন করছে যা শুনলে…

হ্যাকাররা বর্তমানে মানুষকে প্রতারিত করার জন্য ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে চলেছে। সম্প্রতি তারা মখনুষকে প্রতারিত করার জন্য এমন এক পদ্ধতি অবলম্বন করছে যা শুনলে অবাক হবেন আপনিও। তারা নাকি কোনো ডিভাইসের কিবোর্ডের শব্দ শুনে চুরি করছে পাসওয়ার্ড। হ্যাঁ, বিষয়টি একদম সত্যি! সম্প্রতি এমনই একটি তথ্য সামনে এসেছে, আর যা শুনে আতঙ্কিত হয়ে উঠেছেন অনেকেই। ZDnet-এর রিপোর্ট অনুযায়ী, যখন কোনো ব্যবহারকারী মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারে টাইপ করেন তখন কিবোর্ডে এক ধরনের শব্দ হয়। আর হ্যাকাররা একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে কিবোর্ড থেকে বেরিয়ে আসা শব্দ শুনে চুরি করছে ব্যবহারকারীর পাসওয়ার্ড।

কিভাবে কাজ করে এই প্রযুক্তিটি?

এই প্রযুক্তিটিকে অ্যাকোস্টিক সাইড চ্যানেল প্রযুক্তি বলা হয়। এতে হ্যাকাররা টাইপ করার সময় কিবোর্ড-এর আওয়াজ শুনে শব্দগুলিকে ইনোভেটিভ টুলে রেকর্ড করে। তারপর খুব সূক্ষ্মভাবে সেগুলির পরীক্ষা নিরীক্ষা করে তারা টাইপ করা সঠিক অক্ষর এবং সংখ্যাগুলি জানতে পারে। আর এই ভাবেই তারা ব্যবহারকারীর অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যায়।

এই বিষয়টি সম্পর্কে জানার জন্য একদল গবেষক একটি রিসার্চ করেছিলেন। আর সেই রিসার্চে তারা ১৬ ইঞ্চির অ্যাপেল ম্যাকবুক প্রো (Apple MacBook Pro) ব্যবহার করেন। এরপর ম্যাকবুকে কি টাইপ করা হচ্ছে তা জানার জন্য তারা এআই (Artificial Intelligence)-এর সাহায্য নেন। আর তখন দেখা যায় যে, এই প্রযুক্তির মাধ্যমে এআই ৯৫% নির্ভুল তথ্য জানাতে সক্ষম।

এই ধরনের প্রতারণা থেকে বাঁচার উপায়?

  • গবেষকরা পরামর্শ দিয়েছেন যে, পাসওয়ার্ডের নিরাপত্তা বাড়াতে নানান পদ্ধতিতে টাইপ করুন। এর ফলে এআই টাইপিং-এর শব্দ শুনে অক্ষর বা সংখ্যা চিনতে পারবে না।
  • পাসওয়ার্ড তৈরি করার সময় ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার মিশ্রিত করে লিখুন।
  • পাসওয়ার্ড সেফটির জন্য অতিরিক্ত লেয়ার যোগ করুন।
  • যদি আপনি ভিডিও কলে থাকেন তাহলে মাইক্রোফোনের কাছে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিন।
WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন