Happy Rose Day 2024: কাজে ব্যস্ত রয়েছেন? প্রিয়জনের কাছে 10 মিনিটের মধ্যে গোলাপ পৌঁছে দেন এই ভাবে

Happy Rose Day 2024 : আজ অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি 'রোজ ডে' দিয়ে শুরু হয়ে গেলে 'ভ্যালেন্টাইন্স ডে উইক'। যদিও দিনটা রবিবার না...
SUMAN 7 Feb 2024 6:28 PM IST

Happy Rose Day 2024 : আজ অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি 'রোজ ডে' দিয়ে শুরু হয়ে গেলে 'ভ্যালেন্টাইন্স ডে উইক'। যদিও দিনটা রবিবার না হওয়ায় সকলের পক্ষে অফিস বা কলেজের ব্যস্ততার মাঝে গোলাপ কেনার অথবা পার্টনারকে তা দিয়ে আসার সময় হয়ে উঠেছে না। কিন্তু সময়ের অভাবে নিজের ভালোবাসার মানুষটির হাতে গোলাপ দেওয়ার সুযোগ হাতছাড়া করতে যে মন চায় না! আর তাই আপনাকে সাহায্য করতে এগিয়ে এসেছে Zepto, Blinkit এবং Swiggy -এর মতো কুইক ডেলিভারি অ্যাপগুলি। এগুলি ব্যবহার করে আপনি যেকোনো স্থান থেকে নিজের পছন্দের যেকোনো আইটেম, এমনকি গোলাপ পর্যন্ত অর্ডার করতে পারবেন। সর্বোপরি মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার সঙ্গীর কাছে সেই গোলাপ পৌঁছেও দেওয়া হবে! নিচে গোলাপ কেনার জন্য কোন প্ল্যাটফর্ম কত টাকা চার্জ নিচ্ছে তার বিস্তারিত দেওয়া হল…

Rose Day 2024 : মাত্র ১০ মিনিটে ঘরের দোরগোড়ায় গোলাপ পৌঁছে দেবে Zepto, Blinkit এবং Swiggy

Zepto :

ইনস্ট্যান্ট ডেলিভারি অ্যাপ জেপটো থেকে যদি আপনি গোলাপ কেনেন তবে পিস প্রতি ৩৯ টাকা চাওয়া হবে। এক্ষেত্রে যারা একটি বা দুটি গোলাপ অর্ডার করবেন, তাদের ধার্য মূল্যের পাশাপাশি ডেলিভারি চার্জ, হ্যান্ডলিং চার্জ এবং কার্ট ফি দিতে হবে। অর্থাৎ সব মিলিয়ে খরচ পড়বে ১০৪ টাকা। কিন্তু আপনি যদি নূন্যতম ৩৯৯ টাকা অর্ডার করেন তাহলে ডেলিভারি ফি দিতে হবে না। জেপটো অ্যাপ, তাদের কম্বো অফারের অধীনে গোলাপের সাথে চকলেট পাঠানোর বিকল্পও প্রদান করছে।

Swiggy Instamart :

সুইগি তাদের কুইক ডেলিভারি ইন্সটামার্ট পরিষেবা প্রদানকারী অ্যাপে ভ্যালেন্টাইন্স উইক উপলক্ষে একটি বিশেষ সেকশন তৈরি করেছে। এখানে 'রোজ ডে' উপলক্ষে কয়েকটি বিশেষ অফারও দেওয়া হচ্ছে। যেমন এখানে একটি / দুটি গোলাপ কেনার সুযোগ থাকছে, পাশাপাশি ফুলের তোড়া ও সাথে কার্ড কেনার সুবিধাও পাওয়া যাবে। এক্ষেত্রে ১০টি গোলাপ সহ তোড়া কিনলে ৩৯৯ টাকা খরচ পড়বে। আবার ২০টি গোলাপের তোড়ার জন্য দিতে হবে ৬৯৯ টাকা। অফলাইনে আজ প্রতি গোলাপ পিছু ৪০-৬০ টাকা চাওয়া হচ্ছে। ফলে এই দাম ঠিকই আছে।

Blinkit:

ব্লিঙ্কিট থেকে গোলাপের তোড়া কিনলে আপনাকে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা খরচ করতে হবে। এই অ্যাপ মাত্র ১০ মিনিটের মধ্যে আপনার করা অর্ডার গন্তব্যে পৌঁছে দেবে।

Show Full Article
Next Story