Har Ghar Tiranga: কেন্দ্রের 'ঘরে ঘরে তেরঙ্গা’ কর্মসূচিতে পোস্ট অফিস থেকে অর্ডার করুন জাতীয় পতাকা
গত বছর ২২শে জুলাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য 'হার ঘর তিরাঙ্গা' (Har...গত বছর ২২শে জুলাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের প্রতিটি ঘরে জাতীয় পতাকা উত্তোলনের জন্য 'হার ঘর তিরাঙ্গা' (Har Ghar Tiranga ) নামক একটি অভিনব প্রচারাভিযান শুরু করেছিলেন। এই ক্যাম্পাইন দেশেব্যাপী ব্যাপক সফলতা পেয়েছিল। মোদীজির এই উদ্যোগ দ্বারা অনুপ্রাণিত হয়ে দেশ জুড়ে প্রায় ২৩ কোটি পরিবার তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে। আর দেশবাসীর থেকে এত সাড়া পেয়ে চলতি বছরেও আলোচ্য ক্যাম্পেইনের একটি নয়া ভার্সন 'হার ঘর তিরাঙ্গা ২.০' (Har Ghar Tiranga 2.0) নিয়ে আসার ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। ভারতের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে ঘোষিত এই ক্যাম্পাইনে, ভারতীয়রা তাদের কাছের পোস্ট অফিস থেকে মাত্র ২৫ টাকা বিনিময়ে 'তিরাঙ্গা' বা ভারতের জাতীয় পতাকা কিনতে পারবেন। আজ আমরা এই প্রতিবেদনে কীভাবে পোস্ট অফিস থেকে জাতীয় পতাকা কেনা যাবে এবং হার ঘর তিরাঙ্গা ২.০ ক্যাম্পেইন আসলে কী, এই বিষয়ে আলোচনা করবো।
'Har Ghar Tiranga 2.0' ক্যাম্পেইন কী?
হর ঘর তিরাঙ্গা ২.০ প্রচারাভিযান হল ভারত সরকারের এমন একটি উদ্যোগ, যেখানে দেশের ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক দেশবাসীকে ১৫ই আগস্ট তাদের বাড়ির আঙ্গিনা, ছাদে 'তিরাঙ্গা' বা জাতীয় পতাকা উত্তোলন করার জন্য আহ্বান জানানো হয়। যেকারণে এই ক্যাম্পেইনের নাম রাখা হয়েছে 'হার ঘর তিরাঙ্গা'। এরকম একটি উদ্যোগ চালু করার নেপথ্যের কারণ হিসাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের প্রতিটি নাগরিক বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তোলা খুবই জরুরি। আর এই উদ্দেশ্য পূরণের জন্যই ক্যাম্পেইনটি নিয়ে আসা হয়েছে।
এই ক্যাম্পেইনের ২.০ সংস্করণের অংশ হিসাবে, চলতি বছর আপনারা নিজেদের কাছাকাছি পোস্ট অফিস থেকে মাত্র ২৫ টাকার বিনিময়ে একটি জাতীয় পতাকা কিনে নিতে পারবেন। ধার্য মূল্যের উপর কোনো জিএসটি (GST) চাপানো হয়নি। সরকারি বিজ্ঞপ্তি অনুসারে, সারা ভারত জুড়ে প্রায় ১.৬ লক্ষ পোস্ট অফিসকে হার ঘর তিরাঙ্গা প্রচারকার্যের অংশ করা হয়েছে।
প্রসঙ্গত, এই বছর ভারত সরকার, ২০২২ সালের প্রায় ৪.৫ লক্ষ জাতীয় পতাকা বিক্রি হওয়ার রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্য নিয়েছে। আর এই উদ্দেশ্য পূরণের জন্য ভারতের প্রত্যেক বাসিন্দাকেই আহ্বান জানানো হচ্ছে। সর্বোপরি পোস্ট অফিসগুলিতে একটি সেলফি পয়েন্টও থাকবে, যেখানে নাগরিকরা নিজেদের আশেপাশের মানুষ ও ফলোয়ারদের মধ্যে দেশাত্মবোধক সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য নিজের একটি সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন।
ইন্ডিয়া পোস্ট অফিস থেকে ২৫ টাকায় কীভাবে ভারতের জাতীয় পতাকা কিনবেন?
হার ঘর তিরাঙ্গা ২.০ ক্যাম্পেইনে যে কোনও ভারতীয় নাগরিক নিজেদের নিকটস্থ পোস্ট অফিস থেকে মাত্র ২৫ টাকা খরচ করে ভারতীয় জাতীয় পতাকা কিনতে পারবেন। এই পতাকা আকারে ২০ ইঞ্চি x ৩০ ইঞ্চি হবে এবং অফলাইনের পাশাপাশি অনলাইনেও অর্ডার করা যাবে। আপনারা যদি ইন্ডিয়া পোস্ট অফিস থেকে কীভাবে অনলাইনে জাতীয় পতাকা অর্ডার করতে হয় তা না জেনে থাকেন, তবে নিচে দেওয়া ধাপগুলি অনুসরণ করতে পারেন -
১. প্রথমেই পোস্ট অফিসের অফিসিয়াল পোর্টালে চলে যান এবং 'A new user' সেকশনে গিয়ে নিজেকে রেজিস্টার করুন৷
২. এরপর, প্ল্যাটফর্মে লগ ইন করুন এবং 'National Flag product' লেখা পেজ ওপেন করুন।
৩. এখন থেকে আপনারা শপিং কার্টে পতাকা অ্যাড করতে পারবেন।
৪. এবার আপনাদের কাছে শিপিংয়ের তথ্য জানতে চাওয়া হবে।
৫. পরিশেষে অনলাইনে ২৫ টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট সম্পন্ন হয়ে গেলেই আপনার দ্বারা অর্ডার করা পতাকার পার্সেল নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে।