সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় ও বিক্রয়ের সুবিধা দেবে Harley Davidson এর HD-1 Marketplace

হাতফেরতা গাড়ির ব্যবসা শুরু করেছে বড় ও দামি গাড়ির বহুজাতিক সংস্থাও। এ বার সেই ব্যবসায় পা রাখল মার্কিন বাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন (Harley Davidson)।…

হাতফেরতা গাড়ির ব্যবসা শুরু করেছে বড় ও দামি গাড়ির বহুজাতিক সংস্থাও। এ বার সেই ব্যবসায় পা রাখল মার্কিন বাইক প্রস্তুতকারী সংস্থা হার্লে ডেভিডসন (Harley Davidson)। পুরনো বাইক কেনাবেচার জন্য নতুন অনলাইন পোর্টালের সূচনা করেছে তারা। হার্লে ডেভিডসনের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন এই অনলাইন পোর্টাল লঞ্চ করেছে। যার নাম এইচডি-১ মার্কেটপ্লেস (HD-1 Marketplace)। শুধু আমেরিকাতেই এখন অনলাইট পোর্টালটি উপলব্ধ।

তবে আমেরিকান বাইক নির্মাতা সংস্থাটির আর্ন্তজাতিক উপস্থিতি বিবেচনা করে আমরা শীঘ্রই ভারত-সহ বিশ্বের অন্যান্য অংশে এইচডি-১ মার্কেটপ্লেস চালু হওয়ার আশা করতে পারি।

এইচডি-১ মার্কেটপ্লেসের মাধ্যমে হার্লে ভক্তরা কোম্পানির ডিলারদের কাছ থেকে হাতফেরতা (সেকেন্ড হ্যান্ড) হার্লে ডেভিডসনের মোটরবাইকের সন্ধান করতে পারবেন। উপলভ্য বিকল্পগুলি ব্রাউজ করা ছাড়াও গ্রাহকেরা ক্রয় করার আগে অনলাইনে তাদের মোটরসাইকেলটি কাস্টমাইজ করতে পারবে।

আবার কয়েক বছরের পুরনো হার্লে বাইকের ভালো দাম পেলে সেটি বেচে হার্লের নতুন বাইকের দিকে ঝোঁকার প্রবণতা ক্রেতাদের মধ্যে লক্ষ্য করা যায়। সে ক্ষেত্রে নতুন বাইকের খরচও অনেকটা পুষিয়ে যায়। তাই এইচডি-১ মার্কেটপ্লেসে হার্লে ডেভিডসন ব্যবহারকারীরা তাদের মোটরসাইকেল সরাসরি অফিসিয়াল ডিলারদের কাছে বিক্রি করার সুবিধা পাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন