বাইকে স্পিকার, ফোন থেকে বাজাতে পারবেন গান, Harley Davidson লিমিটেড এডিশন মডেল লঞ্চ করল
নতুন স্পেশ্যাল এডিশন মোটরসাইকেল নিয়ে এল হার্লে ডেভিডসন (Harley Davidson)। সংস্থাটি তাদের Low Rider মডেলের El Diablo...নতুন স্পেশ্যাল এডিশন মোটরসাইকেল নিয়ে এল হার্লে ডেভিডসন (Harley Davidson)। সংস্থাটি তাদের Low Rider মডেলের El Diablo Iimited Edition মডেল লঞ্চ করল আর্ন্তজাতিক বাজারে। সামনের ডিজাইনের নিরিখে সাধারণ মডেলটির সাথে লিমিটেড সংস্করণটির সম্পূর্ণ সাদৃশ্য রয়েছে। বাজারে অবশ্য মাত্র 1,500 ইউনিট মিলবে এই মোটরসাইকেলের।
Harley Davidson Low Rider El Diablo Iimited Edition এর সামনে স্ট্যান্ডার্ড মডেলের মতো ব্যাট ফেয়ারিং, গোল এলইডি হেডলাইট, এবং সাইড ও হেডল্যাম্পের উপরে এয়ারভেন্টের সাথে স্বচ্ছ ভাইজার রয়েছে। সংস্থার ডিজাইন টিমের দাবি, এটি 1983 সালের FXRT এর আধুনিক অবতার। বাইকটির অন্যতম বৈশিষ্ট্য হল কাস্টম পেইন্ট স্কিম।
Harley Davidson Low Rider El Diablo Iimited Edition ক্যান্ডি রেড কালার অপশনে উপলব্ধ। যা Custom Gunslinger Paint House রঙ করেছে। সোনালী রঙের রেখাগুলি হাতে প্রলেপ দেওয়া। যা এক ঝলকেই নজর কাড়বে। লং রাইডের সময় যাতে মন ফুরফুরে থাকে তার জন্য লিমিটেড এডিশন মডেলে Rockford Fosgate এর কাস্টম 250W স্পিকার আছে। যা স্মার্টফোনের সাথে কানেক্ট করে বাজানো যাবে। অ্যাপেই আওয়াজ বাড়ানো-কমানোর সুবিধা।
এছাড়া, স্ট্যান্ডার্ড মডেলের মতো 1.923cc Milwaukee ইঞ্জিনে দৌড়বে। Harley Davidson Low Rider El Diablo Iimited Edition। যা থেকে ১০৫ বিএইচপি ক্ষমতা এবং ১৯৮ এনএম টর্ক উৎপন্ন হবে। এর সাথে সিক্স-স্পিড গিয়ারবক্স যুক্ত। সাসপেনশনের জন্য 43 মিমি ইউএসডি ফ্রন্ট ফর্ক ও প্রি-লোড অ্যাডজাস্টেবল রিয়ার শকার বর্তমান। আমেরিকায় লিমিটেড এডিশন মডেলটির দাম 27,999 ডলার (প্রায় 22.30 লাখ) রাখা হয়েছে। এটি ভারতে লঞ্চ হবে কিনা, সে বিষয়ে হার্লে ডেভিডসন এখনও কিছু বলেনি।