Bike Recall: পিছনের সিটের ফ্রেমে ত্রুটি, বাইক সারাই করার জন্য ফেরত চেয়ে পাঠাল এই সংস্থা

Pan America 1250 মডেলের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজার থেকে ফেরানোর সিদ্ধান্ত নিল হার্লে ডেভিডসন (Harley Davidson)। ক্ষতিগ্রস্ত বাইকগুলি চলতি বছরের ১২ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে…

Pan America 1250 মডেলের অ্যাডভেঞ্চার মোটরসাইকেল বাজার থেকে ফেরানোর সিদ্ধান্ত নিল হার্লে ডেভিডসন (Harley Davidson)। ক্ষতিগ্রস্ত বাইকগুলি চলতি বছরের ১২ মার্চ থেকে ১৩ অক্টোবরের মধ্যে তৈরি করা হয়েছিল। তার মধ্যে রয়েছে ভারতে রপ্তানী করা ২,৬৮৯টি ইউনিট। সংস্থার তরফে জানানো হয়েছে, বাইকগুলির রিয়ার সিটের ফ্রেমে সমস্যা থাকায় রিকল অর্ডার জারি করা হয়েছে।

ওই সময়ের মধ্যে তৈরি করা Pan America 1250 মডেলের রিয়ার সেটের বেস ঠিকমতো ইনস্টল করা হয়নি। যা ঠিক না করলে ক্রমাগত ব্যবহারে ফ্রাকচার বা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা। যে সমস্ত ইউনিটে সমস্যাটি রয়েছে, সম্পূর্ণ নিখরচায় তা মেরামত করে দেওয়া হবে।

হার্লে ডেভিডশনের ডিলারশিপ থেকে তাড়াতাড়িই সংশ্লিষ্ট বাইক ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর অবস্থা বুঝে ক্ষতিগ্রস্ত অংশটি পুরো বদলে ফেলা বা সেটি সারাই করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা হবে। উল্লেখ্য, মেরামতির জন্য গ্রাহকদের কাছ থেকে এক কানাকড়ি নেবে না হার্লে ডেভিডসন।

Pan America 1250-এর প্রসঙ্গে বললে, এটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল গোত্রের। এর ১২৫২ সিসি রেভোলিউশন ম্যাক্স (Revolution Max) ভি-টুইন ইঞ্জিন থেকে ৯,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ১৫০ বিএইচপি শক্তি এবং ৬,৭৫০ আরপিএম গতিতে সর্বাধিক ১২৭ এনএম টর্ক পাওয়া যায়। Pan America 1250-এর স্টান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ১৬.৯০ লক্ষ টাকা ও স্পেশাল ভ্যারিয়েন্টের দাম ১৯.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।