Harley-Davidson Sportster S: সামনের মাসেই ভারতের বাজারে আসছে ১২৫০ সিসি-র মোটরসাইকেল

আগামী মাসেই ভারতে আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত Harley-Davidson Sportster S মোটরসাইকেল। অনুমান সঠিক হলে আগামী ৪ বা ৫ ডিসেম্বর এটি লঞ্চ হতে পারে। এ বছরের…

আগামী মাসেই ভারতে আসতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত Harley-Davidson Sportster S মোটরসাইকেল। অনুমান সঠিক হলে আগামী ৪ বা ৫ ডিসেম্বর এটি লঞ্চ হতে পারে। এ বছরের প্রথম দিকে Harley-Davidson Sportster S-এর উপর থেকে পর্দা সরিয়েছিল সংস্থাটি। এখন বাইকটি ভারতে আসছে। ইতিমধ্যেই আইকনিক মোটরসাইকেলটির বুকিংয়ের কথাও ঘোষণা করেছে আমেরিকান ব্র্যান্ডটি। উল্লেখ্য, Pan America 1250-এর পর এটিই ভারতে সংস্থার দ্বিতীয় এবছরে লঞ্চ হতে চলা টু-হুইলার। আসুন জেনে নেওয়া যাক আসন্ন Harley-Davidson Sportster S-এর ফিচার, ইঞ্জিন ও দাম।

Harley-Davidson Sportster S: ফিচার

পাঁচটি রাইডিং মোডের সাথে আসতে পারে হার্লে ডেভিডসন স্পোর্টসস্টার এস। নিরাপত্তা বিষয়ক ফিচার গুলির মধ্যে এতে থাকতে পারে কর্নারিং এবিএস এবং লিন সেনসিটিভ ট্রাকশান কন্ট্রোল। এছাড়াও ব্লুটুথ সক্রিয় ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং ফুল এলইডি লাইটিং সহ আসতে পারে অ্যাডভেঞ্চার বাইকটি।

আবার তিনটি রঙের বিকল্পে পাওয়া যাবে মোটরসাইকেলটি – ভিভিড ব্ল্যাক, মিডনাইট ক্রিমসন এবং স্টোন ওয়্যাশড হোয়াইট পার্ল।

Harley-Davidson Sportster S: ইঞ্জিন

হার্লে ডেভিডসন স্পোর্টসস্টার এস-এ থাকতে পারে লিকুইড কুল্ড ৬০ ডিগ্রি ভি-টুইন ১২৫০ সিসি ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১১৯.৩ বিএইচপি পাওয়ার এবং সর্বাধিক ১২৭.৪ এনএম টর্ক উৎপন্ন হবে।

Harley-Davidson Sportster S: দাম

ভারতের বাজারে এর দাম ১৩ লক্ষ টাকার কাছাকাছি হতে পারে। যদিও কোম্পানির তরফে এর দাম এখনও জানানো হয়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন