স্কুটার খুঁজছেন? লঞ্চ হল Hero Destini 125 ও Maestro Edge 110 এর ১০০ মিলিয়ন এডিশন

১০০ মিলিয়ন টু-হুইলার প্রোডাকশনের মাইলস্টোন স্পর্শ করে হিরো মোটো কর্প (Hero MotoCorp) স্পেশাল-এডিশন মডেল আনার কথা আগেই ঘোষণা করেছিল। সেই অনুযায়ী Hero এখনও পর্যন্ত Xtreme…

১০০ মিলিয়ন টু-হুইলার প্রোডাকশনের মাইলস্টোন স্পর্শ করে হিরো মোটো কর্প (Hero MotoCorp) স্পেশাল-এডিশন মডেল আনার কথা আগেই ঘোষণা করেছিল। সেই অনুযায়ী Hero এখনও পর্যন্ত Xtreme 160R, Passion Pro, ও Splendor Plus-র 100 Million Edition (১০০ মিলিয়ন এডিশন) লঞ্চ করেছে। তবে মোটরসাইকেলের পাশাপাশি হিরো এবার Destini 125 ও Maestro Edge 110 স্কুটারদুটির 100 Million Edition মডেল বাজারে আনলো। উল্লেখ্য, Maestro Edge-র ১২৫ সিসি ভার্সনের কোনো স্পেশাল এডিশন মডেল হিরো লঞ্চ করেনি।

Hero Destini 125 ও Maestro Edge 110 স্কুটারদুটির স্পেশাল এডিশন মডেলে বিশেষত্ব হিসেবে থাকছে ডুয়াল টোন পেইন্ট স্কিম। যা সাদা ও লাল রঙের একটি নজরকাড়া সমন্বয়। Destini 125 স্কুটারের 100 Million Edition-র দাম রাখা হয়েছে ৭২,২৫০ টাকা (এক্স-শোরুম)। আবার Maestro Edge 110 স্কুটারের 100 Million Edition-র মূল্য ৬৫,২৫০ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে।

স্পেশাল এডিশন মডেলে পরিবর্তন বলতে শুধুমাত্র নতুন পেইন্ট স্কিমের উপস্থিতি চোখে পড়বে। এছাড়া ডিজাইন, স্পেসিফিকেশন বা ফিচার স্কুটারদুটির স্টান্ডার্ড ভ্যারিয়েন্টের সাথে অভিন্ন।

Hero Destini 125 স্কুটারে পেয়ে যাবেন ১২৪.৬ সিসি ইঞ্জিন যা ৭,০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি ও ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করে। অন্যদিকে, Maestro Edge 110 স্কুটারে রয়েছে ১১০.৯ সিসি মোটর যার পাওয়ার আউটপুট ৮.০৭ বিএইচপি ও টর্ক ৮.৭ এনএম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন