Hero Destini 125 XTEC: হিরো ডেস্টিনি নয়া রূপে লঞ্চ হল, কানেক্ট হবে ফোনের সঙ্গে, স্কুটারেই কল,এসএমএস এলার্ট!

ভারতের বাজারে আজ নিঃশব্দে লঞ্চ হল হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125 XTEC)। নতুন XTEC ভার্সনটি নয়া এলইডি হেডল্যাম্প, রেট্রো ডিজাইন এবং ক্রোম এলিমেন্ট…

ভারতের বাজারে আজ নিঃশব্দে লঞ্চ হল হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক (Hero Destini 125 XTEC)। নতুন XTEC ভার্সনটি নয়া এলইডি হেডল্যাম্প, রেট্রো ডিজাইন এবং ক্রোম এলিমেন্ট সহ হাজির হয়েছে। আবার চোখ ধাঁধানো উজ্জ্বল নেক্সাস ব্লু কালারে বেছে নেওয়া যাবে স্কুটারটি। গুরুত্বপূর্ণ ফিচারগুলির মধ্যে এতে দেওয়া হয়েছে i3S টেকনোলজি, আইডল স্টার্ট-স্টপ সিস্টেম, ফ্রন্ট ইউএসবি চার্জার সহ আরও অন্যান্য। একই সাথে Destini 125 XTEC-এর দাম ঘোষণা করেছে Hero। আসুন স্কুটারটিরের XTEC ভার্সনটির ফিচার্স, ইঞ্জিন স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক ফিচার্স (Hero Destini 125 XTEC Features)

আকর্ষণীয় ফিচারের তালিকায় হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক-এ রয়েছে এলইডি হেডল্যাম্প, ইউএসবি চার্জিং পোর্ট, আইত্রিএস টেকনোলজি, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট-অফ, পিলিয়ন ব্যাকরেস্ট, ব্লুটুথ কানেক্টিভিটি সহ ডিজিটাল-অ্যানালগ স্পিডোমিটার, যা এসএমএস ও কল অ্যালার্ট অফার করবে ব্যবহারকারীকে। এছাড়াও রিয়ার ভিউ মিররে প্রিমিয়াম ক্রোম এলিমেন্ট, মাফলার প্রোটেক্টর, হ্যান্ডেল বারের মতো ফিচারের উপস্থিতি লক্ষ্য করা যাবে। ‘XTEC’ ব্যাজিং, ডুয়েল টোন সিট এবং কালার্ড ইনার প্যানেলের কারণে রেট্রো স্কুটারটি বেশ চমকাচ্ছে।

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক ইঞ্জিন স্পেসিফিকেশন (Hero Destini 125 XTEC Engine Specification)

হিরো ডেস্টিনির সাধারণ মডেলটির মতো এক্সটেক সংস্করণটি ১২৫ সিসি ইঞ্জিনে দৌড়বে, যা ৭,০০০ আরপিএম গতিতে ৯ বিএইচপি ক্ষমতা ও ৫,৫০০ আরপিএম গতিতে ১০.৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক দাম (Hero Destini 125 XTEC Price)

হিরো ডেস্টিনি ১২৫ এক্সটেক ভ্যারিয়েন্টের মূল্য ৭৯,৯৯০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি নয়া ব্লু পেইন্ট স্কিমের পাশাপাশি ম্যাট ব্ল্যাক, পার্ল সিলভার হোয়াইট, নোবেল রেড, প্যান্থার ব্ল্যাক, চেস্টনাট ব্রাত্রুন, এবং ম্যাট রে সিলভার কালার অপশনে উপলব্ধ হবে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন