Hero Electric এবং IDFC First Bank জোট বাঁধল, মিলবে ইনস্ট্যান্ট লোন, ডাউন পেমেন্টও সামান্য

এবার হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর বৈদ্যুতিক স্কুটার কেনা যাবে আরও সহজে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST...
SUMAN 25 Feb 2022 10:40 PM IST

এবার হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর বৈদ্যুতিক স্কুটার কেনা যাবে আরও সহজে। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক (IDFC FIRST Bank)-এর সাথে হাত মেলানোর কথা ঘোষণা করল দেশের বৃহত্তম ইলেকট্রিক টু-হুইলার সংস্থা। এর ফলে গ্রাহকরা ‘ইনস্ট্যান্ট’ লোন পাবেন বলে সংস্থা সূত্রে খবর। সাথে লো-প্রসেসিং ফি এবং কম ডাউন পেমেন্টের সুবিধাও মিলবে বলে জানা গেছে। ফলে দেশে বৈদ্যুতিক স্কুটারের ব্যবহারের সংখ্যা বাড়বে বলেই আশাবাদী তারা৷

এই প্রসঙ্গে হিরো ইলেকট্রিকের সোহিন্দর গিল (Sohinder Gill) বলেন, “আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের সাথে গাঁটছড়া বাঁধতে পেরে আমরা ভীষণ খুশি। এর ফলে আমরা গ্রাহকদের চাহিদা মত ‘ফাইন্যান্স সলিউশন’ প্রদান করতে পারব। যেহেতু বহু মানুষ বৈদ্যুতিক যানবাহনে ব্যবহারে আগ্রহী হচ্ছেন, তাই এর চাহিদা ক্রমশ বেড়েই চলেছে।” গিলের কথায়, এর ফলে সহজ ফাইন্যান্সিং বিকল্পে আরও নতুন মডেলের টু-হুইলার বাজারে নিয়ে আসতে পারবে হিরো।

গিল আরও জানিয়েছেন, "একাধিক ব্যাঙ্ক, লোন প্রদানকারী আর্থিক সংস্থা, ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থা (এনবিএফসি)-র সাথে আমরা হাত মিলিয়েছে, যাতে দেশের বিভিন্ন শ্রেণীর গ্রাহকদের কাছে আমাদের পণ্য পৌঁছে দিতে পারি।”

অন্যদিকে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের বিজনেস হেড (ভেহিকেল লোন) ঋষি মিশ্রা (Rishi Mishra)-র প্রতিক্রিয়া, “আমাদের বন্ধুত্ব সুলভ সমাধান, ন্যূনতম নথিপত্রের প্রয়োজন এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা হিরো ইলেকট্রিকের দু'চাকা গাড়ি কিনতে সহায়তা করবে।” উল্লেখ্য, ভারতে হিরো ইলেকট্রিকের ৭৫০-এর বেশি ডিলারশিপ থেকেই আকর্ষণীয় কিস্তিতে লোন পাওয়া যাবে৷

Show Full Article
Next Story
Share it