Hero Electric প্রবল সংকটে, এপ্রিলে একটাও স্কুটার বেচতে পারল না
অতিমারি পর্ব থেকেই বিশ্বজুড়ে সেমিকনডাক্টরের মতো জরুরি বৈদ্যুতিন যন্ত্রাংশের অভাব ভুক্তভোগী বিভিন্ন সংস্থা।...অতিমারি পর্ব থেকেই বিশ্বজুড়ে সেমিকনডাক্টরের মতো জরুরি বৈদ্যুতিন যন্ত্রাংশের অভাব ভুক্তভোগী বিভিন্ন সংস্থা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সেই পরিস্থিতিকে করেছে আরও জটিল। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, চলতি মাসে উৎপাদন স্থগিত রাখতে বাধ্য হয়েছে দেশের বৃহত্তম বৈদ্যুতিক দু'চাকা প্রস্তুতকারী হিরো ইলেকট্রিক (Hero Electric)।
হিরো জানিয়েছে, বিশ্বজুড়ে চিপ সংকটের কারণে এপ্রিলে একটা ইলেকট্রিক স্কুটারও ডিলারদের বিক্রি করতে পারেনি তারা। এর ফলে ক্রেতাদের জন্য ওয়েটিং লিস্ট বাড়াতে হয়েছে। ই-স্কুটারের চাবি হাতে পেতে অপেক্ষার মেয়াদ দু'মাসের বেশি হচ্ছে। পরিস্থিতি এতটাই সঙ্গীন যে, ডিলারশিপে স্টক শেষ। বিবৃতিতে এমনটাই দাবি করেছে হিরো ইলেকট্রিক।
সংস্থার সিইও সোহিন্দর গিল দুঃখপ্রকাশ করে বলেন, বিষয়টা অনেকটা দ্রুতগতিতে চলা ট্রেন হঠাৎ করে এমার্জেন্সি ব্রেক কষে থামিয়ে দেওয়ার মতো। প্রতি মাসেই আমাদের বিক্রি লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু যুদ্ধের জন্য সাপ্লাই চেইন ভেঙে পড়েছে৷ যে কারণে এই পরিস্থিতি।
তবে গিল আশাপ্রকাশ করে যোগ করেন, "আমরা বিকল্প ব্যবস্থা ভেবে রেখেছি এবং খুব শীঘ্রই পুরোদমে উৎপাদন চালু করবো। এই ফাঁকা সময়ে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টের ক্যাপাসিটি উন্নত এবং ব্যাটারি বিষয়ক সিস্টেম ও পদ্ধতিগুলি চেক করে দেখা হচ্ছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বিক্রির নিরিখে ইতিমধ্যেই হিরো ইলেকট্রিকের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ওলা। এপ্রিলে ডিসপ্যাপের সংখ্যা শূণ্য হওয়ার কারণে এই প্রথমবার তাদেরকে পিছনে ফেলে ভারতের বৃহত্তম ই-স্কুটার সংস্থার শিরোপা পাবে ওলা। যদিও অগ্নিকান্ড-অভিযোগের ঠেলায় নিজেও স্বস্তিতে নেই ওলা।