সুখবর, Hero ইলেকট্রিক স্কুটারের দাম কমছে ৩৩ শতাংশ, দেখে নিন নতুন দাম

কেন্দ্রের ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস (ফেম-টু) প্রকল্পের অধীনে অতিরিক্ত ভর্তুকি...
SHUVRO 28 Jun 2021 11:06 AM IST

কেন্দ্রের ফাস্টার অ্যাডাপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ ইলেকট্রিক ভেহিকলস (ফেম-টু) প্রকল্পের অধীনে অতিরিক্ত ভর্তুকি পাওয়ার কারণে হিরো ইলেকট্রিক (Hero Electric) তাদের জনপ্রিয় ই-স্কুটারের দাম ৩৩ শতাংশ পর্যন্ত কমাচ্ছে বলে ঘোষণা করেছে।

ব্যাটারির ক্ষমতার হিসেবে (প্রতি কিলোওয়াট) বৈদ্যুতিক গাড়ি কিনলে ক্রেতা যে আর্থিক সুবিধা (ফেম প্রকল্প) পেতেন, সংশোধনী এনে কেন্দ্রীয় সরকার সম্প্রতি সেই প্রকল্প আর্থিক সুবিধার পরিমাণ বাড়িয়েছে। হিরো ইলেকট্রিক জানিয়েছে, অতিরিক্ত ভর্তুকির কারণে তাদের উৎপাদন ব্যয় কমে যাওয়ার ফলে প্রাপ্ত সুবিধা বা কস্ট বেনিফিট ক্রেতাদের সঙ্গে কিছুটা ভাগ করে নিতেই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, সিঙ্গেল ব্যাটারিযুক্ত ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে ১২ শতাংশ দাম কমানো হয়েছে। আবার ট্রিপল ব্যাটারিযুক্ত Hero Nyx HX মডেলের ইলেকট্রিক স্কুটারের ক্ষেত্রে দাম হ্রাসের পরিমাণ ৩৩ শতাংশ।

এর ফলে আগের ৭৯,৯৪০ টাকার পরিবর্তে Hero Photon HX এখন ৭১,৪৪৯ টাকায় পাওয়া যাবে। একই ভাবে, Hero Nyx HX (ট্রিপল ব্যাটারি) এর দাম ১,১৩,১১৫ টাকা থেকে কমে দাঁড়াবে ৮৫,১৩৬ টাকা। Hero Optima-র আগে দাম ছিল ৭৮,৬৪০ টাকা৷ ই-স্কুটারটির এখন মূল্য হবে ৫৮,৯৮০ টাকা।

হিরো ইলেকট্রিকের সিইও সোহিন্দর গিল (Sohinder Gill) বলেন, ফেম নীতিমালার আওতায় সামগ্রিকভাবে ভর্তুকি বৃদ্ধি বৈদ্যুতিক গাড়ির প্রসারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ৷ ইন্ডাস্ট্রির ঠিক এটাই দরকার ছিল।

প্রসঙ্গত, দেশের ভারী শিল্প মন্ত্রক ফেম-টু প্রকল্পে সংশোধন করে ইলেকট্রেক টু-হুইলারের ক্ষেত্রে কিলোওয়াট পিছু ভর্তুকি বৃদ্ধি কর ১৫,০০০ টাকা করেছে, যেখানে আগে প্রাপ্ত ভর্তুকির পরিমাণ ছিল ১০,০০০ টাকা/ কিলোওয়াট।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it