পেট্রল ভরার খরচ টানতে পারছেন না? Hero Electric-এর বৈদ্যুতিক স্কুটার কেনার পরিকল্পনা করলে ভাল খবর

ব্যাটারি চালিত স্কুটার নির্মাণে গোটা দেশে হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সুখ্যাতি রয়েছে। ইদানিং বিক্রিতে ভাটা দেখা দিলেও, এককালের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা হিসেবে হারানো জমি…

ব্যাটারি চালিত স্কুটার নির্মাণে গোটা দেশে হিরো ইলেকট্রিক (Hero Electric)-এর সুখ্যাতি রয়েছে। ইদানিং বিক্রিতে ভাটা দেখা দিলেও, এককালের বৃহত্তম বৈদ্যুতিক টু-হুইলার সংস্থা হিসেবে হারানো জমি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে সংস্থাটি। ক্রেতারা যাতে নিজেদের পছন্দ ও ক্ষমতা অনুযায়ী স্কুটার কিনতে পারে সেজন্য নতুন লোনের সুবিধা নিয়ে হাজির হয়েছে তারা। এই প্রেক্ষিতে মুরুগাপ্পা গোষ্ঠীর (Murugappa Group) ফাইন্যান্সিয়াল শাখা চোলামান্ডালাম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (Chola)-এর সাথে গাঁটছড়া বাঁধার ঘোষণা করেছে হিরো ইলেকট্রিক।

এই নতুন জোটের ফলে গ্রাহকরা সহজ এবং স্মার্ট ফাইন্যান্সের মাধ্যমে ইলেকট্রিক টু-হুইলার কিনতে পারবেন। সংস্থাদ্বয়ের লক্ষ্য আরও বেশি সংখ্যক মানুষের হাতে ই-স্কুটারের চাবি তুলে দেওয়া। যে সমস্ত গ্রাহক অপর্যাপ্ত বাজেটের কারণে নগদ অর্থে ই-স্কুটার কিনতে পারেন না, তাদের জন্য এটি হতে পারে পরিবেশবান্ধব যানবাহন কেনার উপযুক্ত উপায়।

চোলা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের হাত ধরে সমগ্র দেশে নতুন বাজার ধরতে হিরো ইলেকট্রিকের সুবিধা হবে। এই প্রসঙ্গে চোলার কার্যনির্বাহী আধিকারিক রবীন্দ্র কুন্ডু বলেন, “আমাদের সহজ এবং উদ্ভাবনী ফাইন্যান্সিং বিকল্প গ্রাহককূলকে হিরো ইলেকট্রিক স্কুটার কিনতে উন্মুখ করে তুলবে।”

কুন্ডু যোগ করেন, “বৈদ্যুতিক গাড়ির ফাইন্যান্সিং ক্ষেত্রে এই জোট আমাদের একটি দৃঢ় পটভূমি দান করেছে। সমগ্র দেশে আমাদের মোট ১,১৪৫টি শাখা রয়েছে। যা আমাদের শহর, মফস্বল এবং গ্রামাঞ্চলের বাজার ধরতে সাহায্য করবে।” প্রসঙ্গত, এর আগে কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra), আইডিএফসি (IDFC) ফার্স্ট ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্সিস ব্যাঙ্ক (SBI) ও এলঅ্যান্ডটি ফাইন্যান্স (L&T Finance)-এর সাথে জোটবদ্ধ হয়েছিল হিরো ইলেকট্রিক।