পুজোর মুখে Hero Maestro Edge, Destini, Pleasure Plus স্কুটারের দামে পরিবর্তন

পুজোর মুখে ইতিমধ্যেই বেশ কয়েকটি অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি তাদের গাড়িগুলির বিক্রি বাড়াতে দুর্দান্ত অফারের ঘোষণা...
techgup 27 Sept 2021 10:25 PM IST

পুজোর মুখে ইতিমধ্যেই বেশ কয়েকটি অটোমোবাইল প্রস্তুতকারক কোম্পানি তাদের গাড়িগুলির বিক্রি বাড়াতে দুর্দান্ত অফারের ঘোষণা করেছে। এই দৌড়ে শামিল হয়েছে টু হুইলার থেকে ফোর হুইলার উভয় গাড়ির কোম্পানিই। তবে এদের উল্টো পথে হেঁটে উৎসবের মরসুমে নিজেদের বেশ কিছু টু হুইলারের দাম বৃদ্ধির কথা জানিয়েছে Hero MotoCorp। প্রধানত স্কুটারের কয়েকটি মডেলের দাম বাড়িয়েছে সংস্থাটি। আসুন জেনে নেওয়া যাক Heror-র কোন স্কুটারগুলি মূল্যবৃদ্ধির শিকার হয়েছে।

Hero New Maestro Edge 125 এর নতুন দাম

হিরো নিউ মায়েস্ত্রো এজ ১২৫ অ্যালয় ড্রাম মডেলটির দাম ৭২,২৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩,৪৫০ টাকা। আবার এর অ্যালয় ডিস্ক মডেলটির নতুন দাম হয়েছে ৭৭,৯০০ টাকা, যা আগে ছিল ৭৬,৫০০ টাকা। এছাড়া অ্যালয় ডিস্ক প্রিসম্যাটিক মডেলটি এখন ৭৭,৯০০ টাকায় কিনতে হবে। অন্যদিকে অ্যালয় ডিস্ক প্রিসম্যাটিক প্লাস কানেক্টেড মডেলটির দাম বেড়ে হয়েছে ৮১,৯০০ টাকা (আগে ছিল ৭৯,৭৫০ টাকা)।

Hero Maestro Edge 125 এর নতুন দাম

হিরো মায়েস্ত্রো এজ ১২৫ অ্যালয় ড্রাম মডেলটির দাম ৭১,৮৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩,২০০ টাকা। মায়েস্ত্রো এজ ১২৫ অ্যালয় ডিস্ক মডেলটির দাম ৭৪,০৫০ টাকার পরিবর্তে ৭৫,৪৫০ টাকা করা হয়েছে। যেখানে মায়েস্ত্রো ডিস্ক স্টিলথ মডেলটি কিনতে ব্যয় করতে হবে ৭৬,৭৫০ টাকা (আগে ছিল ৭৫,৩৫০ টাকা)।

Hero Destini 125 এর নতুন দাম

হিরো ডেস্টিনি ১২৫ স্টিল ড্রাম মডেলটির নতুন দাম হয়েছে ৭০,৪০০ টাকা, পূর্বে যা ছিল ৬৯,৫০০ টাকা। আবার অ্যালয় ড্রাম ভিএক্স মডেলটির মূল্য ৭২,৯৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৩,৯৫০ টাকা। ডেস্টিনি ১০০ মিলিয়ন মডেলটির দাম বর্তমানে হয়েছে ৭৫,৫০০ টাকা, আগে ছিল ৭৪,৭৫০ টাকা। আবার অ্যালয় ড্রাম ভিএক্স প্ল্যাটিনাম মডেলটির দাম ৭৪,৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫,৯০০ টাকা।

Hero Maestro Edge 110 এর নতুন দাম

হিরো মায়েস্ত্রো এজ অ্যালয় ড্রাম ভিএক্স মডেলটির দাম বেড়ে হয়েছে ৬৫,৯০০ টাকা, আগে যা ছিল ৬৪,২৫০ টাকা। অ্যালয় জেডএক্স মডেলটির দাম ৬৫,৪৫০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬,৯০০ টাকা। আবার মায়েস্ত্রো এজ ১১০ এর ১০০ মিলিয়ন এডিশন মডেলটির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬৮,৫৯৯ টাকা (আগে ছিল ৬৭,২৫০ টাকা)।

Hero Pleasure Plus এর নতুন দাম

হিরো প্লেজার প্লাস স্টিল ড্রাম এলএক্স মডেলটির দাম ৬০,৫০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬১,৯০০ টাকা। প্লেজার প্লাস অ্যালয় ড্রাম ভিএক্স মডেলটির নতুন দাম হয়েছে ৬৪,২০০ টাকা, যা আগে ছিল ৬২,৮৫০ টাকা। এদিকে অ্যালয় ড্রাম জেডএক্স মডেলটির দাম বেড়ে হয়েছে ৬৬,৪০০ টাকা (আগে ছিল ৬৪,৯৫০ টাকা)।

প্রসঙ্গত, দিল্লির এক্স শোরুমের প্রাইস ধরে মূল্যবৃদ্ধির তালিকা দেওয়া হয়েছে। তবে দাম বাড়লেও গাড়িগুলিতে কোনোরকম কসমেটিক বা মেকানিক্যাল পরিবর্তন করা হয়নি। প্রধানত কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণেই স্কুটারগুলির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it