আঁধার কাটিয়ে আলো, নবরাত্রি থেকে ভাইফোঁটা পর্যন্ত Hero-র মোটরসাইকেল ও স্কুটার বিক্রিতে রেকর্ড

ভারতে উৎসবের মরসুমে মূল ঢেউয়ের পর্ব মিটে গিয়েছে। যানবাহন বিক্রির যে জোয়ার শুরু হয়েছিল, তা আপাতত খানিক থিতিয়েছে।...
SUMAN 30 Oct 2022 9:12 PM IST

ভারতে উৎসবের মরসুমে মূল ঢেউয়ের পর্ব মিটে গিয়েছে। যানবাহন বিক্রির যে জোয়ার শুরু হয়েছিল, তা আপাতত খানিক থিতিয়েছে। এখানে পরিস্থিতিতে দেশের বৃহত্তম টু-হুইলার নির্মাতা হিরো মোটোকর্প (Hero MotoCorp) নিজেদের বিক্রি তাৎপর্যপূর্ণ হারে বৃদ্ধির কথা ঘোষণা করল। সংস্থাটি জানিয়েছে উৎসবের মাসে তাদের বাইক ও স্কুটারের বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি হয়েছে।

এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের বক্তব্য, “নবরাত্রির প্রথম দিন থেকে শুরু করে ভাইফোঁটা পর্যন্ত ৩২ দিনের সময়কালে গ্রাহকদের আবেগ আমাদের ব্যবসায় ইতিবাচক সাড়া ফেলেছে। এই বিক্রিবৃদ্ধি কোম্পানিকে নিজেদের মার্কেট শেয়ার বাড়াতেও উল্লেখযোগ্য হারে সহায়তা করেছে।”

উৎসবের মাসে হিরো মোটোকর্পের পোর্টফোলিও জুড়ে জনপ্রিয় মডেলগুলি বিক্রি বৃদ্ধিতে বিশেষ অবদান রেখেছে। যেমন ১০০ সিসির Splendor+, ১২৫ সিসির Glamour ও Super Splendor। আবার প্রিমিয়াম সেগমেন্টে XPulse রেঞ্জের বাইকগুলি। আবার Hero Destiny-র বিক্রিতেও ব্যাপক জোয়ার এসেছিল।

হিরো জানিয়েছে তাদের টু হুইলারের সবচেয়ে বেশি চাহিদা ছিল মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খন্ড এবং কর্ণাটকে। আবার শুভ উৎসবের মরসুমে গ্রাহকদের জন্য ‘হিরো গিফট - গ্র্যান্ড ইন্ডিয়ান ফেস্টিভ্যাল অফ ট্রাস্ট’ লঞ্চ করেছিল হিরো। যার মধ্যে আকর্ষণীয় ফাইন্যান্সিং স্কিম, আগাম বুকিং সহ আরও অন্যান্য ক্ষেত্রে অফার দেওয়া হয়েছিল।

Show Full Article
Next Story