এবার বিদেশের বাজারেও আধিপত্য বিস্তারে Hero MotoCorp, ভারতের বাইরে 2021-এ সর্বাধিক বাইক-স্কুটার বিক্রি
দেশের বাজার জয় করার পর এবার বিদেশেও আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতে শুরু করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)৷ দেশের বৃহত্তম...দেশের বাজার জয় করার পর এবার বিদেশেও আধিপত্য বিস্তারের স্বপ্ন দেখতে শুরু করল হিরো মোটোকর্প (Hero MotoCorp)৷ দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাটির কাছে ২০২১ স্মরণীয় হয়ে থাকবে৷ কারণ, গত বছর বিদেশে ২.৮৯ লক্ষ মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করার মাইলস্টোন গড়েছে তারা ৷
হিরো বর্তমানে দক্ষিণ আফ্রিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান, এবং এশিয়ার কয়েকটি দেশে নিজে এবং সহযোগী সংস্থার মাধ্যমে ব্যবসা পরিচালনা করে৷ গত বছর ভারতের বাইরে টু-হুইলার বিক্রি ৭১ শতাংশ বেড়েছে সংস্থাটির৷ ২০২০-এ বিদেশে হিরো'র মোট ১.৬৯ লক্ষ দু'চাকার যান বিক্রি হয়েছিল৷ সেটাই গত বছর ২.৮৯ লক্ষে নিয়ে যেতে সমর্থ হয়েছে তারা৷
এই নিয়ে সংস্থার অভ্যন্তরে যুদ্ধজয়ের মেজাজ থাকলেও, শীর্ষকতারা হিরোর অভূতপর্ব পারফরম্যান্স দেখে খুব একটা অবাক নন৷ হিরো'র গ্লোবাল বিজনেস হেড সঞ্জয় ভান বলেন, "বিশ্বজুড়ে সাপ্লাই চেইন সংকট এবং কোভিড-১৯ অতিমারির কথা মাথায় রেখেই আমরা কিছু পরিকল্পনা করেছিলাম৷ সেই অনুযায়ী আমরা এগিয়েছি৷ এবং প্রত্যাশামতোই তার ফলাফল আমরা পেয়েছি"৷
উল্লেখ্য, হিরো বর্তমানে ৪২টি দেশে মোটরসাইকেল ও স্কুটার বিক্রি করে৷ গ্লোবাল মার্কেটে ধরতে ঝাঁপানোর পাশাপাশি সংস্থাটি এবার পেট্রোল ইঞ্জিনের বদলে ব্যাটারিচালিত টু-হুইলারের দিকে ঝুঁকছে৷ হিরো মোটোকর্পের প্রথম ইলেকট্রিক খুব সম্ভবত ভিডা (Vida) ব্র্যান্ডিংয়ের অধীনে আগামী মার্চেই আত্মপ্রকাশ করবে৷