আশাকর্মীদের সম্মান জানাল Hero Motocorp, নারী দিবস উপলক্ষ্যে হাতে তুলে দিল নতুন স্কুটারের চাবি

দেশের স্বাস্থ্যব্যবস্থায় আশা কর্মীদের অবদান সম্পর্কে আমরা কম বেশি সকলেই জ্ঞাত। তাঁদেরকে স্বাস্থ্য দপ্তরের হৃদপিণ্ডের...
SUMAN 12 March 2022 6:05 PM IST

দেশের স্বাস্থ্যব্যবস্থায় আশা কর্মীদের অবদান সম্পর্কে আমরা কম বেশি সকলেই জ্ঞাত। তাঁদেরকে স্বাস্থ্য দপ্তরের হৃদপিণ্ডের সাথে তুলনা করা যেতে পারে। গ্রাম-গঞ্জ, মফস্বল তো বটেই, এমনকি শহরাঞ্চলেও এনাদের ভূমিকা অপরিসীম। করোনা আবহে অক্লান্ত পরিষেবা দানের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। কোনো পুরষ্কারই এনাদের জন্য যথাযোগ্য নয়। তবে দুঃসময়ে এই কৃতিত্বের জন্য বিশ্বের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থা হিরো মটোকর্প (Hero MotoCorp) হরিয়ানার গুরুগ্রামের ৫২ জন আশা কর্মীর হাতে স্কুটারের চাবি তুলে দিয়ে সম্মান জ্ঞাপন করল। গত ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক নারী দিবসের দিন ওই ৫২ জন আশা কর্মীকে উপহারস্বরূপ প্লেজার (Pleasure) মডেলের স্কুটার দেওয়া হয়েছে।

ওই দিন গুরুগ্রামের ডেপুটি কমিশনার নিশান্ত কুমার যাদব (Nishant Kumar Yadav) এবং হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর হেড কর্পোরেট কমিউনিকেশন এবং হেড কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি ভরতেন্দু কবি (Bharatendu Kabi) ৫২ জন আশা কর্মীর হাতে স্কুটারের ছবি তুলে দেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিরো মটোকর্প এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

https://twitter.com/nishantyadavIAS/status/1501494532994523137?t=jsSPf6klNEAjd03zTEU9-w&s=19

হিরোর এই উদ্যোগ প্রসঙ্গে নিশান্ত কুমার যাদব বলেন, “কোভিড-১৯ এর সাথে মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আশা কর্মীরা। বিশেষত গ্রামাঞ্চল এবং মফস্বলে, যারা প্রতিনিয়ত স্থানীয় মানুষের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। কোভিড যোদ্ধাদের সংস্থাটির এই উপহার মানুষ এবং সমাজের প্রতি পরিষেবা প্রদানে অধিক উৎসাহিত করবে।”

প্রসঙ্গত, হিরো বরাবরই সমাজকল্যাণমূলক কাজে ব্রতী। এ বছর আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নাগপুর পুলিশ কমিশনারেট ও দমকল দপ্তরের হাতে ৬০টি স্কুটার এবং হিমাচল প্রদেশ পুলিশ বাহিনীর হাতে ১০৮টি বাইক তুলে দিয়েছিল সংস্থাটি। দু’ক্ষেত্রেই রাজ্যের নারীদের সুরক্ষাকল্পে টহল দিতে পুলিশকে সহায়তা করতে টু-হুইলারগুলি বিতরণ করা হয়েছে।

Show Full Article
Next Story
Share it