আধার দেখালেই লোন, 0% সুদ, পুজোয় টু-হুইলার কেনার ইচ্ছাপূরণে কল্পতরুর ভূমিকায় Hero
উৎসবের মরসুম উপলক্ষে বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ফেস্টিভ ক্যাম্পেইনের ঘোষণা করল। যার...উৎসবের মরসুম উপলক্ষে বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ফেস্টিভ ক্যাম্পেইনের ঘোষণা করল। যার নাম – ‘Hero GIFT - The Grand Indian Festival of Trust’। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, হিরো গিফ্ট প্রোগ্রামের মাধ্যমে গ্রাহকদের ভরসা অর্জন করাই একমাত্র লক্ষ্য। সেখানে এ-ও বলা হয়েছে যে, পরপর দু’বছরের অভিশপ্ত সময় কাটানোর পর সাধারণ মানুষ উৎসব মুখর হয়ে ওঠার প্রস্তুতি নিচ্ছে।
পুজো উপলক্ষে দ্য হিরো মোটোকর্প ফেস্টিভ ক্যাম্পেইনের আওতায় তাদের সিলভার নেক্সাস ব্লু কালার ভ্যারিয়েন্টে Hero Splendor+, ক্যানভাস রেড রঙে Hero Glamour, গোল্ড স্ট্রিপ সহ HF Deluxe, Pleasure XTEC এবং Xtreme 160R Stealth 2.0 Edition – মডেলগুলি কেনা যাবে। এছাড়া এই কার্যক্রমের অন্তর্ভুক্ত রয়েছে বেশ কিছু ফিনান্সিং স্কিম। যেমন বীমা, এখন কিনে পরে পরিশোধ, কম ডাউন পেমেন্টের সুবিধা।
এছাড়াও রয়েছে ক্যাশ ইএমআই, পাঁচ বছরের স্ট্যান্ডার্ড ওয়ারেন্টি, জিরো ইন্টারেস্ট, বিভিন্ন পণ্যে ক্যাশ বেনিফিট। আবার ক্রেতারা ‘সুবিধা স্কিম’-এর আওতায় আধার নির্ভর লোন অ্যাপ্লিকেশনের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ কেবল আধার কার্ড দাখিল করলেই গ্রাহকরা স্কুটার ও মোটরসাইকেল কেনার জন্য লোন পেয়ে যাবেন। অন্যদিকে হিরোর স্কুটারে ছ’টি সুপার ধামাকা প্যাকেজ অফার করা হবে। যেগুলি হল ১৩,৫০০ টাকা পর্যন্ত বেনিফিট, বছরভর বীমার সুবিধা, দু’বছরের ফ্রি মেনটেনেন্স, ৩,০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ৪,০০০ টাকা গুডলাইফ গিফ্ট ভাউচার সহ আরও একাধিক আকর্ষণীয় অফার। উল্লেখ্য, ৫ অক্টোবর অব্দি সুযোগ সুবিধাগুলি পাওয়া যাবে।
এই প্রসঙ্গে হিরো মোটোকর্পের প্রধান বৃদ্ধি আধিকারিক রঞ্জিবজিৎ সিং বলেন, “১০ কোটির বেশি গ্রাহকদের ব্যক্তিগত বাহনের প্রয়োজনীয়তা পূরণ করতে হিরো মোটোকর্প ভারতীয় পরিবারের কাছে একটি ভরসাযোগ্য সংস্থা। হিরো গিফট ক্রেতাদের টু-হুইলার কেনার আগ্রহ কয়েক গুণ বাড়িয়ে তুলবে বলে আমরা আশাবাদী।”