Hero MotoCorp সবাইকে অবাক করে আটটি নতুন মোটরসাইকেল ও স্কুটার লঞ্চের ঘোষণা করল

টু-হুইলার বিক্রির নিরিখে বিশ্বের বৃহত্তম সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতের উৎসব মুখর মানুষকে নতুন উদ্দীপনায়...
SUMAN 26 Sept 2022 1:53 PM IST

টু-হুইলার বিক্রির নিরিখে বিশ্বের বৃহত্তম সংস্থা হিরো মোটোকর্প (Hero MotoCorp) ভারতের উৎসব মুখর মানুষকে নতুন উদ্দীপনায় ভরিয়ে তুলতে কোমর বেঁধেছে। শীঘ্রই একটি বা দুটি নয়, এর মধ্যে তারা নিদেনপক্ষে আটটি মোটরসাইকেল ও স্কুটার লঞ্চের পরিকল্পনা করছে। তবে আটটির মধ্যে সবকটি যে একদম নতুন মডেল হবে, তেমন নয়। হিরোর বেস্ট সেলিং Splendor, HF Deluxe, Maestro সহ একাধিক টু-হুইলারের নতুন কালার অপশন হতে পারে। এতে আরও বেশি সংখ্যক গ্রাহক হিরোর প্রতি আকৃষ্ট হবে বলেই আশাবাদী সংস্থা। ফলে টু-হুইলারের চাহিদাতেও জোয়ার আসবে বলে মনে করছেন হিরো মোটোকর্পের প্রধান বৃদ্ধি আধিকারিক রঞ্জিবজিৎ সিং।

শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও স্কুটার-মোটরসাইকেলের চাহিদা ব্যাপক হারে বাড়ার সম্ভবনা দেখছেন রঞ্জিবজিৎ। যেখানে মানুষের স্বাস্থ্য সঙ্কট কাটিয়ে ওঠাটাই সবচেয়ে কঠিন বিষয়। তাঁর কথায়, “বর্তমানে দেশের বেশিরভাগ অংশে ব্যক্তিগত প্রয়োজনে টু-হুইলারের ব্যবহারে পুনরুত্থান ঘটছে।” তাই সেই সুযোগের যাতে সদ্ব্যবহার করা যায়, সেজন্য এই সিদ্ধান্ত সংস্থার। এদিকে তাদের দশ বছর পূর্তি উপলক্ষে আগামী ৭ অক্টোবর প্রথম ব্যাটারি পরিচালিত স্কুটার লঞ্চ করতে চলেছে হিরো মোটোকর্প।

নতুন মডেলগুলির মধ্যে Xtreme 160R Stealth Edition 2.0 শীঘ্রই হাজির করবে হিরো। আবার সংস্থাটি তাদের একটি জনপ্রিয় স্কুটারের নব সংস্করণ আনতে চলেছে। যার পোশাকি নাম Hero Maestro Xoom। জল্পনা শোনা যাচ্ছে Maestro Edge 110-এর কিছু বাড়তি ফিচারস ও আপডেটেড ডিজাইনের সাথে হাজির হবে নতুন স্কুটারটি। ইতিমধ্যেই স্কুটারটিকে ভারতের রাস্তায় ট্রায়াল দিতে দেখা গিয়েছে।

Hero Maestro Xoom-এ থাকছে এলইডি হেডলাইট, কর্নার বেন্ডিং লাইট, নতুন এলইডি ডিআরএল, শার্পার বডি, ক্রোম অ্যাক্সেন্ট, ১২-ইঞ্চি ফ্রন্ট এবং রিয়ার অ্যালয় হুইল, ব্লুটুথ সহ একটি ডিজিটাল কনসোল, নতুন এলইডি টেল ল্যাম্প সহ আরও অন্যান্য বৈশিষ্ট্য। তবে বাজার চলতি মডেলটির মতোই একটি ১১০.৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন সহ আসবে। যা থেকে সর্বোচ্চ ৮ বিএইচপি এবং ৮.৭৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এদিকে সম্প্রতি কাঁচামালের খরচ বেড়ে যাওয়ার জন্য সমস্ত মডেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

Show Full Article
Next Story