Hero MotoCorp: ছক্কা হাকিয়ে নতুন অর্থবর্ষের সূচনা, এপ্রিলে 4 লাখের বেশি বাইক ও স্কুটার বেচল হিরো

মার্চের পর এপ্রিলও হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর ব্যবসায় সৌভাগ্যের চাকা গতিশীল রাখল। যে কারণে ২০২২-২৩ অর্থবর্ষের...
SUMAN 2 May 2022 1:28 PM IST

মার্চের পর এপ্রিলও হিরো মটোকর্প (Hero MotoCorp)-এর ব্যবসায় সৌভাগ্যের চাকা গতিশীল রাখল। যে কারণে ২০২২-২৩ অর্থবর্ষের প্রারম্ভ হল বেশ জাঁকজমকপূর্ণ ভাবেই। গত মাসে ভারত ও বিদেশের বাজার মিলিয়ে মোট ৪,১৮,৬২২ ইউনিট স্কুটার ও মোটরসাইকেল বেচেছে হিরো। পরিসংখ্যান বলছে গত বছর এপ্রিলে সংস্থাটি ৩,৭২,২৮৫টি টু-হুইলার বেচেছিল হয়েছিল। ফলে গতবারের এই সময়ের তুলনায় গত মাসে ১২ শতাংশ ব্যবসায় উত্থান ঘটেছে।

আবার সংস্থার দাবি এপ্রিলে তাদের মোটরসাইকেল বেচাকেনার পরিমাণ ৩,৯২,৬২৭। যা ২০২১-এর ওই মাসের তুলনায় ১৫.৭% অধিক। স্কুটারের বিক্রি সামান্য কমেছে। ২৫,৯৯৫ ইউনিট স্কুটার বিক্রির ফলে ইয়ার-অন-ইয়ার পতনের হার ২১.১২%। উল্লেখ্য, ২০২১-এর এপ্রিলে তারা ৩,৩৯,৩২৯টি মোটরসাইকেল এবং ৩২,৯৫৬টি স্কুটার বেচেছিল।

ভারতে গত মাসে ৩,৯৮,৪৯০ ইউনিট দু'চাকার গাড়ি বেচেছে হিরো, যা গত বছরের ওই সময়ের চাইতে ১৬.৩% বেশি। কিন্তু ২০২১-এর এপ্রিলের চাইতে গত মাসে রপ্তানির পরিমাণ ৩২.১৫% ব্যবসা সঙ্কুচিত হয়েছে। এপ্রিলে বিক্রিতে সাফল্যের কারণ স্বরূপ সংস্থাটি ধীরে ধীরে অর্থনীতির চাকা সচল হওয়া এবং সরকারি বিভিন্ন প্রকল্পকে কৃতিত্ব দিয়েছে।

এছাড়া বিক্রিতে এই অগ্রগতির অপর একটি কারণ হিসেবে হিরো জানিয়েছে কোভিড অতিমারি কালে বহু মানুষ যাতায়াতের জন্য ব্যক্তিগত যানবাহনকে বেশি গুরুত্ব দিয়েছেন। সংক্রমণ এড়াতে অন্যান্যদের থেকে সুরক্ষিত দূরত্ব বজায় রাখতে অনেকেই একটি নতুন টু-হুইলার কিনেছেন এদেশে।

Show Full Article
Next Story