১ জুলাই থেকে Hero MotoCorp এর বাইক ও স্কুটারের দাম বাড়ছে, কত টাকা বাড়তে পারে জেনে নিন

যদি হিরো মোটোকর্প (Hero Motocorp)-এর মোটরসাইকেল বা স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কালবিলম্ব না করে মাস শেষ...
SHUVRO 23 Jun 2021 11:55 AM IST

যদি হিরো মোটোকর্প (Hero Motocorp)-এর মোটরসাইকেল বা স্কুটার কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে কালবিলম্ব না করে মাস শেষ হওয়ার আগেই নতুন দু'চাকার গাড়ি বাড়ি নিয়ে আসুন। নচেৎ জুলাই মাসে হিরোর স্কুটার বা মোটরসাইকেলের জন্য আপনাকে বাড়তি টাকা গুণতে হবে।

Hero MotoCorp দাম বাড়ানোর পথে হাঁটছে

গতকাল ভারতের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা হিরো মোটোকর্প ঘোষণা করেছে, তাদের প্রত্যেকটি মোটরসাইকেল ও স্কুটারের দাম ১ জুলাই থেকে ৩,০০০ টাকা অব্দি বাড়তে চলেছে। দাম বৃদ্ধির সঠিক পরিমাণ নির্দিষ্ট মডেলের ভিত্তিতে নির্ধারণ করা হবে বলেই হিরো মোটোকর্প এক বিবৃতিতে জানিয়েছে।

Hero MotoCorp কেন দাম বাড়াচ্ছে

স্টিল, তামা সহ গাড়ি তৈরির বিভিন্ন পণ্য দামি হওয়ার বছরে বছরে এই নিয়ে তৃতীয়বার হিরো মোটোকর্প তার প্রোডাক্টের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

Hero MotoCorp ছাড়াও আর কোন কোন গাড়ি প্রস্তুতকারী সংস্থা সম্প্রতি দাম বাড়িয়েছে

এর আগে মারুতি সুজুকি গাড়ির দাম বৃদ্ধির ঘোষণা করেছে। বিএমডব্লিউ (BMW) ও Tata Motors (টাকা মোটরস)-এর গাড়ির দাম সংশোধন করেছে। পাশাপাশি মাহিন্দ্রা (Mahindra) গাড়ির দাম বাড়ানোর ব্যাপারে চিন্তাভাবনা করেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Show Full Article
Next Story
Share it