১৩০ টাকা থেকে শুরু করে দাম বাড়ল ২০০০ পর্যন্ত, জানুয়ারি থেকে Hero MotoCorp-এর বাইক ও স্কুটারের নতুন মূল্য জেনে নিন

গাড়ির বিভিন্ন উপকরণের দাম যে ভাবে মাথা তুলছে, তাতে মূল্য বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই না বলে গত মাসে জানিয়েছিল হিরো...
SHUVRO 7 Jan 2022 1:16 PM IST

গাড়ির বিভিন্ন উপকরণের দাম যে ভাবে মাথা তুলছে, তাতে মূল্য বাড়ানো ছাড়া আর কোনও পথ খোলা নেই না বলে গত মাসে জানিয়েছিল হিরো মটোকর্প (Hero MotoCorp)৷ দেশের বৃহত্তম টু-হুইলার প্রস্তুতকারী সংস্থাটি একটি বিবৃতিতে বলেছিল, জানুয়ারি থেকে মডেল অনুযায়ী দু'চাকা গাড়ির দাম ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হবে৷ নতুন বছর শুরু হতেই কার্যকর হল সেই বর্ধিত দাম৷ হিরো'র বাইক-স্কুটারের দাম নূন্যতম ১৩০ টাকা থেকে শুরু করে ২০০০ টাকা পর্যন্ত বেড়েছে৷

প্রসঙ্গত, Hero HF Deluxe, Splendor Plus, Passion Pro, Destiny 125, Maestro Edge 125, Maestro Edge 110, Xpulse 200 (২-ভাল্ভ), Xpulse 200T, এবং Xtreme 160R-কে মূল্যবৃদ্ধির তালিকার বাইরে রাখা হয়েছে৷

অন্য দিকে, ১৩০ টাকা দাম বেড়ে Hero HF 100-এর নতুন দাম শুরু হচ্ছে ৫১,০৩০ টাকা থেকে৷ Super Splendor-এর i3s ড্রাম ভ্যারিয়েন্টের দাম শুধু ৩০০ টাকা বাড়ানো হয়েছে৷ বাইকটির নয়া মূল্য ৭৪,২০০ টাকা৷ Hero Glamour-এর DRS XTec ও DSS XTec ভ্যারিয়েন্টের দাম ৮২০ টাকা করে বৃদ্ধি পেয়েছে৷ বাইক দু'টির নতুন দাম যথাক্রমে ৮১,৩২০ টাকা ও ৮৫,৯২০ টাকা৷

Hero Pleasure Plus-এর SM ও CW মডেলের দাম যথাক্রমে ৩২০ টাকা ও ৪২০ টাকা বাড়ানোর পথে হেঁটেছে সংস্থা৷ এদের নতুন দাম হল ৬২,২২০ টাকা এবং ৬৪,৬২০ টাকা৷ Hero XPulse অফ-রোড বাইকের নতুন ৪-ভাল্ভ মডেলের মূল্য সর্বাধিক বেড়েছে৷ ২০০০ টাকা বৃদ্ধি পেয়ে নতুন দাম ১,৩০,১৫০ টাকা৷ আর হিরো'র একমাত্র ফুল-ফেয়ার্ড মোটরসাইকেল, Xtreme 200S-এর দাম ১,২৫০ টাকা বেড়ে হয়েছে ১,২৮,৬১৪ টাকা (প্রতিটি দাম দিল্লির এক্স-শোরুমের)৷

Show Full Article
Next Story