Hero Vida: বৈদ্যুতিক গাড়ির জন্য নতুন সংস্থা লঞ্চ করল হিরো মটোকর্প, জুলাইয়ে আনছে ই-স্কুটার

পরিবেশ এবং ভবিষ্যতের যানবাহনের কথা বিচার করে ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে Hero MotoCorp। নতুন সাব-ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে…

পরিবেশ এবং ভবিষ্যতের যানবাহনের কথা বিচার করে ইলেকট্রিক স্কুটার বাজারে নিয়ে আসতে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে Hero MotoCorp। নতুন সাব-ব্র্যান্ডের অধীনে ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে সংস্থাটি। নতুন সেই সাব-ব্র্যান্ডটির নাম Vida। এর ব্র্যান্ডিং লোগোর এক ঝলক দেখানো হয়েছে সংস্থার তরফে। Vida ব্র্যান্ডের অধীনে ১ জুলাই ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করবে Hero MotoCorp। সংস্থার প্রথম বৈদ্যুতিক স্কুটারের হাত ধরে ওইদিন ব্র্যান্ডটিরও আত্মপ্রকাশ ঘটবে ভারতের বাজারে।

হিরো মটোকর্প (Hero MotoCorp) সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে Vida (ভিডা) ব্র্যান্ডিংয়ের ছবি পোস্ট করেছে। যেখানে দেখা যাচ্ছে ব্র্যান্ডিংয়ের সামনে পোজ দিয়ে দাঁড়িয়ে রয়েছেন সংস্থার চেয়ারম্যান এবং সিইও পবন মুঞ্জল (Pawan Munjal)। এখন স্বভাবতই যে প্রশ্ন মনে জাগতে পারে তা হচ্ছে, হঠাৎ সাব-ব্র্যান্ডের প্রয়োজন পড়ল কেন? এই প্রসঙ্গে জানিয়ে রাখি, Hero Electric-এর সাথে নামের মিল থাকায় ইতিমধ্যেই আইনি ঝামেলায় জড়িয়েছে Hero MotoCorp। তাই সেই জটিলতা যাতে বড় আকার ধারণ না করে তাই Vida ব্র্যান্ডের প্রচলন।

এই প্রসঙ্গে মুঞ্জল বলেন, “Vida মানে জীবন, এবং এই ব্র্যান্ডের মূলত উদ্দেশ্য বিশ্বে ইতিবাচক প্রভাব তৈরি করা। এবং প্রত্যেককে অর্থপূর্ণ পথে নিয়ে আসা। আমদের বিশ্বাস আগামী প্রজন্মের জন্য যা তৈরি হতে চলেছে, এই ব্র্যান্ড নামটি তার জন্য উপযুক্ত। এটি বাস্তবেই বিশেষ কিছু শুরুর ঊষা।” তিনি আরও জানিয়েছেন, “আজ থেকে ১৭ সপ্তাহের মধ্যে আমরা আমাদের Vida প্ল্যাটফর্ম, পণ্য এবং পরিষেবার উন্মোচন করব, যাতে বিশ্বকে আরও উন্নততর করে তোলা যায়।” তাঁর কথায়, “আমি সম্মুখ সারি থেকে এই উদ্যোগের নেতৃত্ব দেব।”

প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে Hero MotoCorp এক বিবৃতিতে জানিয়েছিল, ২০২২-এই ইলেকট্রিক স্কুটার নিয়ে আসবে তারা। এমনকি গত বছর আগস্টে সংস্থার দশম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আসন্ন ইলেকট্রিক স্কুটারটির ঝলক দেখানো হয়েছিল। TVS iQube, Bajaj Chetak, Ola S1 সহ একাধিক স্কুটারের সাথে সংস্থার আসন্ন বৈদ্যুতিক বাহনটির প্রতিযোগিতা চলবে। অন্ধপ্রদেশের চিতুরের কারখানায় তৈরি হচ্ছে স্কুটারগুলি। আবার প্রতিপক্ষ সংস্থাগুলির সাথে লড়াইতে টিকে থাকতে ১ লাখ টাকার কম দামের সাথে আসতে পারে এটি।