একদিনেই লক্ষাধিক বাইক ও স্কুটার বিক্রি করে রেকর্ড গড়ল Hero MotoCorp

২০১১ সালে জাপানের হোন্ডা (Honda)-র সঙ্গে দু’দশকের বেশি সময়ের সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় হিরো (Hero)। ওই বছরের ৯ অগাস্ট নতুন লোগো উন্মোচন করে হিরো…

২০১১ সালে জাপানের হোন্ডা (Honda)-র সঙ্গে দু’দশকের বেশি সময়ের সম্পর্ক বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেয় হিরো (Hero)। ওই বছরের ৯ অগাস্ট নতুন লোগো উন্মোচন করে হিরো মোটোকর্প (Hero MotoCorp) নামে আত্মপ্রকাশ করেছিল হিরো। একলা পথ চলা শুরু হয়েছিল সে দিন থেকেই। আর সেই পথ চলতে চলতে সাফল্যের সাথে দশটা বছর অতিক্রম করে ফেলেছে হিরো মোটোকর্প৷ গত ৯ অগাস্ট স্বাধীন সংস্থা হিসেবে ১০ বছর পূর্ণ করেছে তারা। ২০২১-এর ৯ অগাস্ট ১০ বছর বর্ষপূর্তির সঙ্গে হিরোর মুকুটে জুড়ল আরও একটি পালক।

৯ অগাস্ট, ভারত ও বিশ্বের অন্যান্য প্রান্তে এক লক্ষেরও বেশি মোটরসাইকেল বিক্রি করেছে হিরো মোটোকর্প। একটি বিজ্ঞপ্তিতে সম্প্রতি এমনই জানিয়েছে বিশ্বের বৃহত্তম টু-হুইলার সংস্থাটি। উল্লেখ্য, পুজোর মরশুম ছাড়া এর আগে একদিনে এতটা দু’চাকার গাড়ি বিক্রি করেনি হিরো। ফলে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছে তারা।

এই সাফল্যের প্রসঙ্গে হিরো মোটোকর্পের বিক্রি ও বিক্রি-পরবর্তী পরিষেবার প্রধান নবীন চৌহান বলেছেন, উৎসবহীন সময়ে এই ধরনের রিটেল সেলস সত্যিই অভূতপূর্ব। ৯ অগাস্ট কোম্পানির যাত্রার ১০ বছর পূর্ণ হওয়া হিরো মোটোকর্পের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি যোগ করে বলেন, আমাদের গ্রাহকেরা ৯ অগাস্ট ‘Hero Day’ উদযাপন করে আমাদের উপর তাদের বিশ্বাস ও আস্থা পুনর্ব্যক্ত করেছেন। বিপুল সংখ্যক পণ্য কিনেছেন তারা, যার ফলে হিরো মোটোকর্প একদিনে রিটেল সেলসে এই রেকর্ড স্থাপন করতে পেরেছে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন