Hero Splendor Plus Xtec নাকি TVS Radeon? জীবনের প্রথম বাইক হিসাবে কাকে বেছে নেবেন
এদেশের রাস্তায় দীর্ঘ পথ চলার সঙ্গী হিরো মটোকর্পের (Hero MotoCorp) অন্যতম জনপ্রিয় বাইক স্প্লেন্ডার প্লাস (Splendor...এদেশের রাস্তায় দীর্ঘ পথ চলার সঙ্গী হিরো মটোকর্পের (Hero MotoCorp) অন্যতম জনপ্রিয় বাইক স্প্লেন্ডার প্লাস (Splendor Plus)। মে মাসে এটি Xtec ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। নতুন মডেলে নবপ্রযুক্তির বলে তুখোড় ফিচারের অধিকারী হয়েছে স্প্লেন্ডার প্লাস। পাশাপাশি তেল সাশ্রয়ী এবং শক্ত-পোক্ত গঠনের জন্য জনপ্রিয়তা তো আগেই থেকেই আছে। স্প্লেন্ডার প্লাস-কে টক্কর জানাতে জুনে বিশেষ আপডেটের সাথে বাজারে উপস্থিত হয়েছে টিভিএস রেডিয়ন রিফ্রেশ (Radeon Refresh)। আধুনিক বৈশিষ্ট্যের পাশাপাশি টিভিএস-এর ভরসা রয়েছে এতে। ১০০ সিসির কমিউটার বাইক সেগমেন্টে এদের মধ্যে কার স্পেসিফিকেশন ও ফিচার সেরা? তারই তুলনা থাকল এই প্রতিবেদনে আমরা।
Hero Splendor Plus Xtec vs TVS Radeon: ইঞ্জিন স্পেসিফিকেশন
যে কোনো বাইক কিংবা গাড়ির ক্ষেত্রে প্রাণভোমরা হল তার ইঞ্জিন। টিভিএস রেডিয়নে তুলনামূলকভাবে বেশি ক্যাপাসিটির ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সুপার স্প্লেন্ডারকে চলার শক্তি যোগায় ৯৭.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। ফোর স্পীড গিয়ার বক্স যুক্ত এই ইঞ্জিনটি সর্বোচ্চ ৭.৯ বিএইচপি ক্ষমতা ও ৮.০৫ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।
অন্যদিকে রেডনে পেয়েছে ১০৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিনটির উৎপাদিত শক্তি ও টর্ক যথাক্রমে ৮.৮ বিএইচপি ও ৮.৭ এনএম। এর ক্ষেত্রেও চার ধাপযুক্ত গিয়ার বক্স দেওয়া হয়েছে।
খাতায়-কলমে এদের দুজনের ইঞ্জিনের কারিকুরিতে সামান্য পার্থক্য লক্ষ্য করা গেলেও বাস্তবের মাটিতে দুজনেই সমান দক্ষতার অধিকারী। প্রতিদিনের ব্যবহারের জন্য আদর্শ কমিউটার বাইকের সমস্ত গুন এদের মধ্যে বিদ্যমান।
Hero Splendor Plus Xtec vs TVS Radeon: ডিজাইন ও ফিচার্স
টিভিএস রেডিয়ন ও সুপার স্প্লেন্ডার এক্সটেক এদের দুজনেরই বাহ্যিক ডিজাইন যথেষ্ট সাদামাটা। উভয় ক্ষেত্রেই একটি লম্বা সিট ও পিছনে লাগেজ ক্যারিয়ার দেখা যায়। এছাড়াও রয়েছে এলইডি ডিআরএল যুক্ত হ্যালোজেন হেডলাইট।
সুপার স্প্লেন্ডারের এক্সটেক সংস্করণে মিলবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার যা এসএমএস অ্যালার্ট, ফুয়েল লেভেল ইত্যাদির মত গুরুত্বপূর্ণ তথ্য দেখতে সাহায্য করবে। অন্যদিকে টিভিএস-এর বাইকটিতেও ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখা যায়, যদিও এর বেস সংস্করণে টুইন পড অ্যানালগ ডায়াল দেওয়া হয়েছে।
Hero Splendor Plus Xtec vs TVS Radeon: টায়ার ব্রেক ও সাসপেনশন
হিরো সুপার স্প্লেন্ডার প্লাস এক্সটেক মডেলটির সামনে ও পিছনে ৮০/১০০ সেকশনের টিউবলেস টায়ার যুক্ত ১৮ ইঞ্চির চাকা রয়েছে। এছাড়াও মডেলটির এই বিশেষ সংস্করণে ১৩০ মিমি ড্রাম ব্রেকের পাশাপাশি উভয় চাকাতে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম উপলব্ধ। উন্নত সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফর্কের পাশাপাশি পিছনে ফাইভ স্টেপ এডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজর্ভার দেওয়া হয়েছে।
টিভিএস রেডনের দিকে নজর দিলে দেখা যাবে এর সামনে ২.৭৫×১৮ ও পিছনে ৩.০০×১৮ টিউবলেস টায়ার যুক্ত অ্যালয় হুইল রয়েছে। বেস সংস্করণের ক্ষেত্রে সামনে ও পিছনে যথাক্রমে ১৩০ মিমি ও ১১০ মিমি ড্রাম ব্রেক লাগানো রয়েছে। তবে ডিস্ক ব্রেক এডিশনে সামনের চাকায় ২৪০ মিমি পেটাল ডিস্ক ব্রেক দেখা যায়। এর ক্ষেত্রেও সাসপেনশন হিসেবে সামনে টেলিস্কোপিক ফর্ক ও পিছনে রয়েছে হাইড্রোলিক শক অ্যাবজর্ভার, যা ৫ ধাপ পর্যন্ত এডজাস্ট করা সম্ভব।
Hero Splendor Plus Xtec vs TVS Radeon: দাম
কলকাতায় হিরোর এই বাইকটির এক্স শোরুম মূল্য ৭৫,৪৪৬ টাকা। অন্যদিকে টিভিএস রেডন এর বেস ভার্সনের এক্স শোরুম মূল্য ৭১,২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। ফিচারের কথা ভাবলে হিরো সুপার স্প্লেন্ডার প্লাস এক্সটেক নেওয়ার পরামর্শ দেবো আমরা।