Hero Xoom নাকি TVS Jupiter? একই দামে সস্তায় কোন স্কুটার কিনবেন? বিস্তারিত জানুন
আচমকাই Xoom নামের নতুন একটি স্কুটার লঞ্চ করে ১১০ সিসির সেগমেন্টে ঝড় তুলেছে Hero MotoCorp। যদিও এই সেগমেন্টে বেশ কয়েক...আচমকাই Xoom নামের নতুন একটি স্কুটার লঞ্চ করে ১১০ সিসির সেগমেন্টে ঝড় তুলেছে Hero MotoCorp। যদিও এই সেগমেন্টে বেশ কয়েক বছর ধরেই নিজের নাম কামিয়েছে TVS Jupiter। তাই স্বাভাবিকভাবেই হিরো জুম স্কুটারটির সঙ্গে সমানে সমানে টক্কর নেবে টিভিএস জুপিটার। আজকের প্রতিবেদনে এই দুইয়ের মধ্যেই তুল্যমূল্য আলোচনা করা হলো।
Hero Xoom vs TVS Jupiter: ডিজাইন
একঝলক দেখলেই এই দুটি মডেলের ডিজাইনে যথেষ্ট ফারাক নজরে আসে। টিভিএস জুপিটার অনেক বেশি সবেকিয়ানার ছোঁয়া নিয়ে এসেছে। যদিও এমন সনাতনী লুক অনেকেই বেশ পছন্দ করে থাকেন। অন্যদিকে হিরো জুম অনেক বেশি স্পোর্টি লুক এবং শার্প ডিজাইন নিয়ে অবতীর্ণ হয়েছে। এর সামনে ও পিছনে উভয় দিকেই X আকৃতির হেডল্যাম্প এবং টেলল্যাম্প দেখতে পাওয়া যায়। উভয় ক্ষেত্রেই অনেক ধরনের কালার অপশন থাকায় নিজের পছন্দসই রং বেছে নেওয়ার সুযোগ রয়েছে।
Hero Xoom vs TVS Jupiter: স্পেসিফিকেশন
দুটি স্কুটারেই চালিকাশক্তি যোগায় ১১০ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। জুম মডেলটির ক্ষেত্রে ব্যবহৃত ইঞ্জিন থেকে ৭২৫০ আরপিএম গতিতে ৮.০৩ বিএইচপি শক্তি এবং সর্বাধিক ৮.৭ এনএম টর্ক উৎপাদিত হয়। অন্য হাতে থাকা জুপিটারের ইঞ্জিনটি ৭৫০০ আরপিএম গতিতে ৭.৭৯ বিএইচপি শক্তি এবং ৫৫০০ আরপিএম গতিতে ৮.৮ এনএম টর্ক উৎপাদন করতে পারে।
Hero Xoom vs TVS Jupiter: ফিচার
হিরোর এই স্কুটারটিতে সেগমেন্ট ফার্স্ট ফিচার হিসাবে কর্নারিং লাইট যুক্ত রয়েছে। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটির সুবিধা সহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, i3s স্টার্ট/স্টপ প্রযুক্তি, ইউএসবি চার্জার এবং বুট লাইট। টিভিএস জুপিটারেও ব্লুটুথ ফিচারের পাশাপাশি এক্সটার্নাল ফুয়েল ফিলার ক্যাপ, ইউএসবি চার্জার এবং টিভিএস-এর ইন্টেলিগো স্টার্ট/স্টপ ফিচার উপলব্ধ রয়েছে।
Hero Xoom vs TVS Jupiter: মূল্য
হিরো জুম মডেলটি তিনটি আলাদা ভ্যারিয়েন্টে উপলব্ধ। বেস সংস্করণ অর্থাৎ LX এর দাম ৬৮,৫৯৯ টাকা। এরপরই রয়েছে VX, যার এক্স শোরুম মূল্য ৭১,৭৯৯ টাকা। আর টপ মডেল ZX এর দাম ৭৬,৬৯৯ টাকা।
অন্যদিকে TVS জুপিটার মডেলটিতে পাঁচটি আলাদা ভ্যারিয়েন্ট দেখতে পাওয়া যায়। এগুলি হলো- স্টিল মেটাল হুইল, স্ট্যান্ডার্ড, ZX ড্রাম, ZX ডিস্ক, ZX SmartXconnect এবং ক্লাসিক। এই সবকটি সংস্করণের এক্স শোরুম মূল্য যথাক্রমে ৬৯,৯৯৯ টাকা, ৭৪,০৬৮ টাকা, ৭৮,৮৪৩ টাকা, ৮২,৮৪৩ টাকা, ৮৫,৬৭৩ টাকা এবং ৮৬,২৬৩ টাকা। জুপিটার বর্তমানে ১১০ সিসির অন্যতম বেস্ট সেলিং স্কুটার হলেও, দাম, বিচারে ফিচার ও স্টাইলের নিরিখে হিরো জুম অনেক এগিয়ে থেকে ইনিংস শুরু করবে।