XPulse 200 4V Rally Edition লঞ্চের পরই সাড়া ফেলেছে, জনপ্রিয়তা দেখে বুকিং পুনরায় শুরু করছে Hero

জুলাইয়ে ডার্ট বাইকপ্রেমীদের জন্য লঞ্চ হয়েছিল Hero XPulse 200 4V Rally Edition। সাড়াও মেলে ভাল। বুকিং শুরু হওয়ার চার...
techgup 4 Sept 2022 4:43 PM IST

জুলাইয়ে ডার্ট বাইকপ্রেমীদের জন্য লঞ্চ হয়েছিল Hero XPulse 200 4V Rally Edition। সাড়াও মেলে ভাল। বুকিং শুরু হওয়ার চার দিনের মধ্যে প্রথম ব্যাচের সব ইউনিট বিক্রি হয়ে যায়। সম্প্রতি বেঙ্গালুরুতে দেশের প্রথম Xpulse Xperience Centre এর উদ্বোধনী অনুষ্ঠানে একশো জন ক্রেতার হাতে ডুয়াল পারপাজ বাইকটি তুলে দেয় হিরো মোটোকর্প। যা তার স্ট্যান্ডার্ড মডেলের থেকে একাধিক স্টাইলিং ও হার্ডওয়্যার আপডেট পেয়েছে।

এবার হিরো নিশ্চিত করেছে, XPulse 200 4V Rally Edition এর সেকেন্ড ব্যাচের বুকিং খুব শীঘ্রই চালু হতে চলেছে‌। তবে সংস্থাটির তরফে এখনও বুকিংয়ের দিনক্ষণ বা দ্বিতীয় ব্যাচে কতগুলি ইউনিট বরাদ্দ হবে, সেই সম্পর্কিত তথ্যগুলি এখনও ঘোষণা হয়নি। তবে অনুমান, ফার্স্ট ব্যাচের মতো সেকেন্ড ব্যাচেও একই ইউনিট অফার করা হবে। দিওয়ালির আগেই ডেলিভারি শুরু হওয়ার সম্ভাবনা‌।

বলা বাহুল্য, দাম অপরিবর্তিত থাকবে। প্রথম ব্যাচের মতো সেকেন্ড ব্যাচেও মোটরসাইকেলটি ১,৫২,১০০ (এক্স-শোরুম, দিল্লি) টাকায় কেনা যাবে। সাধারণ মডেলটির তুলনায় ১৬,০০০ টাকা দামি এটি। হিরো মোটোকর্পের অনলাইন সেলস প্ল্যাটফর্ম থেকে বুকিং করতে পারবেন ইচ্ছুকরা। দিনক্ষণ প্রকাশ হলেই পাঠকদের সবার আগে জানিয়ে দেব আমরা। Rally Edition মডেলের বিশেষত্ব কী, তা এখানে ক্লিক করে দেখে নিতে পারেন‍।

উল্লেখ্য, ডার্ট বাইক ব্যবরহারকারীদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ অফ-রোড বাইকার হিসেবে গড়েপিঠে তোলার লক্ষ্য নিয়ে হিরো তাদের প্রথম এক্সপালস এক্সপিরিয়েন্স সেন্টার খুলেছে বেঙ্গালুরু শহরে। সেখানে প্রতিযোগীরা খ্যাতনামা মোটরস্পোর্ট রেসিং ড্রাইভার সিএস সন্তোষের সান্নিধ্যে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবেন। তিনটি ধাপে ট্রেনিং চলবে–বেসিক, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড। চালকরা কোন পর্যায়ে রয়েছেন তা বুঝে নিজের ইচ্ছেমতো বিকল্প বেছে নিতে পারবেন। অর্থাৎ কেউ চাইলে সরাসরি ইন্টারমিডিয়েট থেকে শুরু করতে পারবেন।

Show Full Article
Next Story