Hero Xtreme 200S: হিরোর একমাত্র স্পোর্টস বাইকের দাম বাড়ল, এখন কত খরচ হবে জেনে নিন

হালে প্রায় প্রতিটি মডেলেরই দাম বাড়িয়েছে Hero MotoCorp। মূল্যবৃদ্ধির তালিকায় সাধারণ কমিউটার বাইক থেকে স্টাইলিশ স্কুটার‌।...
techgup 17 April 2022 12:05 AM IST

হালে প্রায় প্রতিটি মডেলেরই দাম বাড়িয়েছে Hero MotoCorp। মূল্যবৃদ্ধির তালিকায় সাধারণ কমিউটার বাইক থেকে স্টাইলিশ স্কুটার‌। বাদ যায়নি সংস্থার একমাত্র ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক Xtreme 200S। তবে দাম বাড়লেও এখনও ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল-ফেয়ারিংযুক্ত মোটরসাইকেলের তকমা ধরে রেখেছে এটি।

Hero Xtreme 200S-এর দাম একধাক্কায় ২০০০ টাকা বেড়েছে। দিল্লির এক্স-শোরুমের বর্তমান মূল্য ১,৩০,৬১৪ টাকা (এক্স-শোরুম)। মজার বিষয় হল, স্পোর্টস ক্যাটাগরিতে পড়লেও Xtreme 200S অন্যান্য স্পোর্টস বাইকের তুলনায় কিছুটা আলাদা।

স্পোর্টি স্টাইলিং থাকলেও কমফোর্টেবল রাইডিং অফার করে এটি। ঝুঁকে চালাতে হয় না। পিলিয়ন সিটও বেশ চওড়া। প্রতিদিন যাতায়াতের জন্য আদর্শ। সামগ্রিক ডিজাইন ৮০-এর দশকের জাপানি স্পোর্টস বাইককে মনে করাবে। টেল ল্যাম্প এবং হেড ল্যাম্পে এলইডি দেওয়া। তবে টার্ন ইন্ডিকেটরগুলি হ্যালোজেনের। বাইকের ডিজিটাল কনসোলটি স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়।

২০০ সিসির এয়ার কুল্ড ইঞ্জিনে দৌড়য় Hero Xtreme 200S‌ এর সর্বোচ্চ ক্ষমতা ১৭.৮ বিএইচপি এবং পিক টর্ক ১৬.৪ এনএম। ইঞ্জিনটির সাথে ফাইভ-স্পিড গিয়ারবক্স আছে। ব্রেকিংয়ের জন্য দু'দিকে একটি করে ডিস্ক দেওয়া। সাসপনেশনের জন্য টেলিস্কোপিক ফর্ক এবং মনোশক রয়েছে।

Show Full Article
Next Story
Share it