Cyber Attack: রেড অ্যালার্ট জারি করল সরকার, ১২০০০ ওয়েবসাইট হ্যাকের চেষ্টা ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপের

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) ১২ হাজার সরকারি ওয়েবসাইটকে সতর্ক করল। এসব ওয়েবসাইটগুলিকে টার্গেট করেছে একটি ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপ। আই৪সি ভারত সরকারের সিইআরটি-ইন অর্থাৎ…

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আই৪সি) ১২ হাজার সরকারি ওয়েবসাইটকে সতর্ক করল। এসব ওয়েবসাইটগুলিকে টার্গেট করেছে একটি ইন্দোনেশিয়ার হ্যাকার গ্রুপ। আই৪সি ভারত সরকারের সিইআরটি-ইন অর্থাৎ কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাদের দাবি, ইন্দোনেশিয়ার একটি সন্দেহভাজন হ্যাকার গ্রুপ দেশজুড়ে ১২ হাজার সরকারি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করছে।

সতর্ক সাইবার সিকিউরিটি এজেন্সি

উল্লেখ্য স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কাজ করে ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার। তারা সরকারের বিভিন্ন দপ্তরকে সজাগ থাকতে অনুরোধ করেছে। নইলে এই ওয়েবসাইটগুলি হ্যাক করে ডেটা চুরি সহ র‌্যানসমওয়্যার (অর্থ চেয়ে থাকে) দাবি করতে পারে হ্যাকার গ্রুপ।

উল্লেখ্য, গত বছর র‌্যানসমওয়্যার আক্রমণের ফলে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এর বিভিন্ন হসপিটালের পরিষেবা ব্যাহত হয়েছিল এবং কিছু ডেটা চুরি গিয়েছিল।

সাইবার সিকিউরিটি কোম্পানি পিংসেফের প্রতিষ্ঠাতা ও সিইও আনন্দ প্রকাশের মতে, বিভিন্ন ওয়েবসাইটের সফ্টওয়্যার আপগ্রেডের কাজ চলছে। পাশাপাশি সরকারি কর্মচারীদের উচিত বুঝেশুনে ডিভাইস চালানো। তাদের এমন কোনও লিঙ্ক বা ইমেলে ক্লিক না করা উচিত নয়, যেগুলো সম্পর্কে তারা অবগত নয়।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন