Google Chrome ব্যবহার করলে সাবধান হয়ে যান, হাই অ্যালার্ট জারি সরকারের
সম্প্রতি ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা Google Chrome ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা...সম্প্রতি ভারত সরকারের সাইবার নিরাপত্তা সংস্থা Google Chrome ইন্টারনেট ব্রাউজার ব্যবহারকারীদের উদ্দেশ্যে একটি সতর্কবার্তা জারি করেছে। এই কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম বা CERT-In জানিয়েছে যে, ব্রাউজারে উপস্থিত কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে, যার কারণে ব্যবহারকারীরা সাইবার ক্রাইম (Cyber Crime) অথবা হ্যাকিংয়ের শিকার হতে পারেন। আর এই কারণে সংস্থাটির তরফ থেকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
CERT-In-এর অফিসিয়াল নোটে বলা হয়েছে যে, "গুগল ক্রোম ব্রাউজারে কিছু ত্রুটি লক্ষ্য করা গেছে যার মাধ্যমে হ্যাকাররা দূর থেকেই ব্যবহারকারীর সিস্টেম পরিচালনা করতে পারবে। এছাড়াও, ব্যবহারকারীর ডিভাইসে আক্রমণকারীরা ডিনায়াল অফ সার্ভিস (DoS) অ্যাটাক করতে পারে। আর তারা চাইলে কোনো একটি সিস্টেমকে টার্গেট করে সেনসিটিভ তথ্য চুরি করতেও পারে।" তাই ব্রাউজার ব্যবহার করার সময় ব্যবহারকারীদের সতর্ক থাকা উচিত এবং সবসময় ব্রাউজারটিকে লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখা উচিত।
কোন কারণে জারি করা হয়েছে এই সতর্কতা?
Google Chrome বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার। লক্ষ লক্ষ ভারতীয় প্রতিদিন এটি ব্যবহার করে থাকেন। যদিও, ক্রোমিয়াম ইঞ্জিনের জটিলতার কারণে মাঝে মাঝেই এটি ত্রুটির সম্মুখীন হয়। তবে গুগল খুব শীঘ্রই সেই ত্রুটিগুলি সরিয়ে ফেলে। বর্তমানে ভারতীয় নোডাল এজেন্সি পাঁচটি ত্রুটির কথা জানিয়েছে। যেগুলির কারণে সাইবার আক্রমণকারীরা ব্যবহারকারীর বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। তাই যারা প্রতিদিন ক্রোম ব্যবহার করেন তাদের এই সময় একটু সতর্ক থাকা উচিত।
গবেষকরা জানিয়েছেন যে, এই ব্রাউজারে উপস্থিত "আউট অফ বাউন্ড মেমোরি অ্যাক্সেস" আক্রমণকারীদের টার্গেট সিস্টেমের মেমোরি অ্যাক্সেস করার অনুমতি দেয়। আর এর পরেই তারা ব্যবহারকারীর ব্যক্তিগত সংবেদনশীল তথ্য চুরি করে। বর্তমানে উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স-এর মত সবকটি প্ল্যাটফর্মই ক্রোম ব্রাউজারের এই ত্রুটির দ্বারা প্রভাবিত হচ্ছে।
কিভাবে নিরাপদে থাকবেন?
CERT-In সংস্থাটি জানিয়েছে যে, Google ত্রুটিগুলি শনাক্ত করার সাথে সাথেই তার সমাধানও প্রকাশ করেছে। আর গুগল তার লেটেস্ট সিকিউরিটি প্যাচগুলিতে এই ত্রুটিগুলি দূর করেছে। তাই প্রত্যেকেরই ওয়েব ব্রাউজারটি লেটেস্ট ভার্সনে আপডেট করে রাখা উচিত। ম্যাক এবং লিনাক্সে ১১৬.০.৫৮৪৫.১১০ এবং উইন্ডোজের জন্য ১১৬.০.৫৮৪৫.১১০/.১১১ সংস্করণে ত্রুটিগুলি দূর করা হয়েছে। এছাড়াও, ব্যবহারকারীদের সন্দেহজনক এবং অজানা ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এই ধরনের ওয়েবসাইটগুলিতে ম্যালেশিয়াস কোড থাকতে পারে।