ভার্চুয়াল জগতে বন্ধুদের সাথে আড্ডা সহ ভিডিও দেখা, ‘হাইকল্যান্ড’ নিয়ে এল হাইক

বুধবার জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম Hike লঞ্চ করেছে তাদের নতুন ইন-অ্যাপ প্ল্যাটফর্ম‘HikeLand।’ আপাতত একটি প্রিভিউ লঞ্চ করা হয়েছে এই নতুন প্ল্যাটফর্মের। এটি হতে চলেছে একটি নতুন…

বুধবার জনপ্রিয় চ্যাটিং প্ল্যাটফর্ম Hike লঞ্চ করেছে তাদের নতুন ইন-অ্যাপ প্ল্যাটফর্ম‘HikeLand।’ আপাতত একটি প্রিভিউ লঞ্চ করা হয়েছে এই নতুন প্ল্যাটফর্মের। এটি হতে চলেছে একটি নতুন ভার্চুয়াল ওয়ার্ল্ড যেখানে আপনারা নিজেদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তাদের সাথে কথা বলতে পারবেন, একসাথে ভিডিও দেখতে পারবেন এবং নতুন বন্ধু তৈরিও করতে পারবেন।

এই হাইকল্যান্ড আপনারা হাইকের অ্যাপ্লিকেশনে গিয়ে গ্লোবাল বাটনে ট্যাপ করলে ব্যবহার করতে পারবেন। আপনারা কিছু নতুন নতুন স্টিকার পেয়ে যাবেন যা চ্যাটিং এর সময় ব্যবহার করতে পারবেন। আজকে থেকে হাইকের এই নতুন সাপোর্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মের জন্য চালু হয়ে গেল।

এই নতুন হাইকল্যান্ড আপনাকে দুটি নতুন ভার্চুয়াল জগৎ উপভোগ করার সুযোগ দেবে- একটি হলো হোম এবং আরেকটি বিগ স্ক্রীন। হোম জগতে আপনারা নিজের বন্ধুদের আমন্ত্রণ জানিয়ে একসাথে সময় কাটাতে পারবেন এবং ভিডিও দেখতে পারবেন।। ইউটিউব থেকে আপনারা ভিডিও দেখতে পারবেন শুধুমাত্র। এছাড়াও কিছুদিন পর থেকে বড় বড় ওটিটি প্ল্যাটফর্মের সাপোর্ট হাইকে আসতে চলেছে। আপনারা এই হোম জগতে প্রাইভেসি প্রোটেকশন পাবেন, কারণ আপনি যদি কাউকে আমন্ত্রণ জানান তাহলে একমাত্র সে এখানে যুক্ত হতে পারবে।

অন্যদিকে বিগ স্ক্রীন জগতটি একটু অন্যরকম যেখানে আপনি একটি মিনি থিয়েটারের মতো পরিবেশ পেয়ে যাবেন। এখানে আপনারা অনেক জনের সাথে একসঙ্গে ইউটিউব ভিডিও দেখতে পারবেন। এই ভিডিও সব সময় চালু থাকবে। এছাড়াও আপনারা নিজের থিয়েটারে অন্যদেরকে আমন্ত্রণ জানাতে পারবেন। পাশাপাশি আপনারা নতুন বন্ধু তৈরি করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *