Top Selling Scooters In March: প্রথমে Activa, দু'নম্বরে TVS Jupiter, মার্চে বেস্ট সেলিং স্কুটারের তালিকায় আর কারা
দেশের দু'চাকা গাড়ি প্রস্তুতকারীদের কাছে অশনি সঙ্কেত বয়ে নিয়ে এসেছে গত মাস। ২০২১-এর মার্চের তুলনায় এ বছর একই সময়ে বিক্রি...দেশের দু'চাকা গাড়ি প্রস্তুতকারীদের কাছে অশনি সঙ্কেত বয়ে নিয়ে এসেছে গত মাস। ২০২১-এর মার্চের তুলনায় এ বছর একই সময়ে বিক্রি বৃদ্ধির হার নেগেটিভ বা ঋণাত্মক। TVS Jupiter আর Suzuki Avenis (গত অক্টোবরে লঞ্চ হয়েছে) বাদ দিলে আর কোনও স্কুটার গত বছরের বিক্রির সংখ্যার ধারেকাছে পৌঁছতে পারেনি।
প্রতি বারের মতো গত মাসেও সর্বাধিক বিক্রিত স্কুটারের তালিকায় প্রথম স্থানে Honda Activa। বিক্রি হয়েছে ১,৬০,৬৩১টি। তুলনাস্বরূপ, ২০২১-এর মার্চে অ্যাক্টিভার ১,৯৯,২০৮ ইউনিট বেচেছিল হোন্ডা। অর্থাৎ গত মাসে প্রায় ৪০ হাজারের কাছাকাছি অ্যাক্টিভা কম বিক্রি হয়েছে।
বরারবের মতো দ্বিতীয় স্থানে TVS Jupiter। কিনেছেন ৫৫,৮১৩ জন। গত বছর একই সময়ে ৫৭,২০৬ জন গ্রাহক জুপিটার বাড়ি নিয়ে এসেছিলেন। অর্থাৎ আগের বছরের তুলনায় মার্চে ২ শতাংশ কম বিক্রি হয়েছে। অ্যাক্টিভার চেয়ে পিছিয়ে থাকললেও জুপিটার কিন্তু ২০২১-এর মার্চের বিক্রির পরিমাণ প্রায় স্পর্শ করে ফেলেছে।
প্রত্যাশামতো তৃতীয় স্থান অধিকার করে আছে Suzuki Access। মার্চে বিক্রি হয়েছে ৩১,০৯৭টি। ২০২১-এর একই সময়ে বিক্রিবাটার পরিমাণ ছিল ৪৮,৬৭২ ইউনিট। অর্থাৎ বিক্রি ৩৬ শতাংশ সঙ্কুচিত হয়েছে সুজুকি অ্যাক্সেসের। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে ভারতের দুই জনপ্রিয় স্পোর্টি স্কুটার - TVS Ntoq ও Honda Dio। মার্চে বিক্রি হয়েছে যথাক্রমে ২৩,২৮৪টি এবং ১৬,৫০১টি।