Electric ভার্সনে Honda Activa স্কুটার ভারতে কবে লঞ্চ হবে, জানালেন সংস্থার প্রেসিডেন্ট
বিগত বেশ ক’মাস ধরে ভারতে হন্ডা (Honda)-র তথা দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার Activa-র বৈদ্যুতিক ভার্সনে আসা নিয়ে জোরালো...বিগত বেশ ক’মাস ধরে ভারতে হন্ডা (Honda)-র তথা দেশের সর্বাধিক বিক্রিত স্কুটার Activa-র বৈদ্যুতিক ভার্সনে আসা নিয়ে জোরালো জল্পনা শোনা যাচ্ছে। অনেকের প্রশ্ন অ্যাক্টিভা ইলেকট্রিক বাজারে এলে সেটা কি অরিজিনাল মডেলের মতো গ্রাহকদের মন জয় করতে পারবে? যার জবাব দিতে কেবল সময়। তবে খুশির খবর, হন্ডার ভারতীয় শাখা ২০২৩-এর মধ্যে অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটার লঞ্চের বিষয়টি নিশ্চিত করেছে।
সম্প্রতি হন্ডার ভারতীয় শাখার সভাপতি আতসুশি ওগাটা জানিয়েছেন, ২০২৩-২৪ অর্থবর্ষের মধ্যেই সেটি ভারতের বাজারে পা রাখবে। এদিকে দেশে স্কুটারের মধ্যে সবচাইতে বেশি সংখ্যক গ্রাহক থাকায়, অ্যাক্টিভা ইলেকট্রিকের বাজার ধরতে বিশেষ বেগ পেতে হবে না বলেই আশা করা হচ্ছে। অন্যদিকে বৈদ্যুতিক মডেলে ‘অ্যাক্টিভা’ নামটি ব্যবহার করার স্বপক্ষে যুক্তি দিয়েছেন অনেকে। এতে নিজের পরিচিতি আলাদা করে চেনাতে হবে না স্কুটারটিকে।
তবে যেই বিষয়টি এখনও পরিষ্কার নয় তা হচ্ছে, হন্ডা কবে ভারতের জন্য একটি নতুন মডেলের ইলেকট্রিক স্কুটার তৈরিতে হাত লাগাবে। অথবা সংস্থার আন্তর্জাতিক বাজারে উপলব্ধ ইলেকট্রিক মডেলের সামান্য পরিবর্তিত অবতার আদৌ লঞ্চ করবে কিনা। বর্তমানে হন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা HMSI ভারতের রাস্তায় Benly বৈদ্যুতিক স্কুটারটির টেস্টিং চালাচ্ছে।
Benly স্কুটারটির প্রসঙ্গে বললে, জাপানের বাজারে এটি ৪টি ভিন্ন মডেলে উপলব্ধ। যেগুলি হল - Benly e: I, Benly e: I Pro, Benly e: II এবং Benly e: II Pro। যদিও এগুলি B2B বা বিজনেস টু বিজনেস এবং B2C বা বিজনেস টু কনজিউমার বিভাগের অন্তর্গত। এদিকে এদেশের রাস্তায় বেনলি স্কুটারটির টেস্টিং চলছে। যা সংস্থার অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের লঞ্চকে ইঙ্গিত করে।