Honda-র মুকুটে নতুন পালক, এই রাজ্যে স্কুটার ও মোটরসাইকেল বিক্রি 10 লাখ স্পর্শ করল
আবারও এক নতুন মাইলফলক রচনা করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। সম্প্রতি ঝাড়খন্ডে সংস্থাটির বাইক ও...আবারও এক নতুন মাইলফলক রচনা করল হোন্ডা মোটরসাইকেল এন্ড স্কুটার ইন্ডিয়া (HMSI)। সম্প্রতি ঝাড়খন্ডে সংস্থাটির বাইক ও স্কুটারের বিক্রি ১০ লাখের গণ্ডি পেরিয়েছে। এহেন মাইল ফলক ছুঁতে পেরে স্বাভাবিকভাবেই যথেষ্ট গর্বিত ও উচ্চসিত হোন্ডার ভারতীয় শাখা। ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যাবে ২০০১ সালে হোন্ডা ভারতে পথ চলা শুরু করে। সে সময় তাদের হাতে ছিল আইকনিক স্কুটার অ্যাক্টিভা। শুধুমাত্র এই জনপ্রিয় স্কুটারটির জন্য বিপুল জনসমর্থন লাভ করেছিল জাপানের এই সংস্থা। এরপর ২০১৭ সালে সে রাজ্যে সংস্থার মোট গ্রাহক সংখ্যা পাঁচ লক্ষের গণ্ডি পেরতে সমর্থ হয়। সময়ের সঙ্গে হোন্ডার এদেশে গ্রাহক সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়তে থাকে তাদের দুই চাকার চাহিদা।
আর এর সাথেই পরবর্তী মাত্র পাঁচ বছরের মধ্যেই আরো ৫ লক্ষ টু-হুইলার বিক্রি করতে সমর্থ হয়েছে তারা। এই মুহূর্তে হোন্ডার Activa 6G ও Shine মডেল দুটি চাহিদার নিরিখে সমগ্র ঝাড়খন্ডে প্রথম দিকে জায়গা দখল করে রয়েছে। আর এভাবেই সে রাজ্যে ১০ লক্ষ গ্রাহকের প্রথম পছন্দের দুই চাকা নির্মাণকারী সংস্থা হয়ে উঠতে পেরেছে তারা।
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গেই ঝাড়খন্ডে হোন্ডা অ্যাক্টিভা ও সাইন মডেল দুটি সবচেয়ে জনপ্রিয় মডেল হিসাবে মান্যতা পেয়েছে। এভাবেই বর্তমানে সমগ্র ঝাড়খন্ড জুড়ে ১৬০টির বেশি টাচ পয়েন্ট গড়ে তুলেছে হোন্ডা। গেগুলির মধ্যে যেমন রয়েছে সংস্থার ডিলারশিপ তেমনি রয়েছে অথরাইজড সার্ভিস সেন্টার ও আউটলেট। সবকটি কেন্দ্রেই গ্রাহকগণ সেরা পরিষেবা পাবে বলে সংস্থার দাবি।
তাছাড়াও হোন্ডা ঝাড়খণ্ডের সমস্ত গ্রাহকদের তাদের বিপুল সংখ্যক স্কুটারের তালিকা থেকে কেনার ব্যাপারে উৎসাহিত করে চলেছে। বর্তমানে গ্রাহকদের কাছে রয়েছে চারটি আলাদা মডেলের স্কুটার কেনার সুযোগ। এগুলি হলো Activa 6G, Activa 125, Dio এবং Grazia 125। পাশাপাশি হোন্ডার হাতে রয়েছে আরও আটটি মোটরসাইকেল। সেগুলি হল- CD 110 Dream, Livo, SP125, Shine, X-Blade, Unicorn, Hornet 2.0 এবং CB 200X। এই মোটরসাইকেলগুলি থেকে গ্রাহকগণ তাদের পছন্দমত মডেল কেনার সুযোগ পাবেন। এছাড়াও হোন্ডার বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে রয়েছে। এগুলি বেশিরভাগই ৩০০-৫০০ সিসির — CB300F, CB300R, CB350 H'ness, CB350RS এবং CB500X।